বাংলাদেশের অংশীদারিত্বের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে বিশ্বব্যাংক কার্যালয়ে গিয়েছিলেন। ১ মে তিনি বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের সঙ্গে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। একই দিন তাদের উপস্থিতিতে বাংলাদেশকে ২.২৫ বিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশকে আইএমএফের ৪ পয়েন্ট ৭০ বিলিয়ন ডলার ঋণের পরপরই বিশ্বব্যাংকের পক্ষ থেকে উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে সবুজ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে গত সপ্তাহে বাংলাদেশকে ১.২৫ বিলিয়ন ডলারের ঋণ দেওয়ার সিদ্ধান্ত জানায় বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফরকালে আঞ্চলিক বাণিজ্য ও কানেকটিভিটি, দুর্যোগ প্রস্তুতি এবং পরিবেশগত ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশকে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার চুক্তিতে আবদ্ধ হয়েছে বিশ্বব্যাংক। সোমবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দফতরে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কের অবনতি হয় পদ্মা সেতু নির্মাণে প্রতিশ্রুত অর্থদানের সিদ্ধান্ত থেকে অযৌক্তিক অভিযোগে বিশ্বব্যাংকের পিছটানের পর। তারপর বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগটি ভুল প্রমাণিত হওয়ায় বিশ্বব্যাংক বাংলাদেশকে কাছে টানার উদ্যোগ নিয়েছে- সোয়া ২ কোটি বিলিয়ন ডলারের সর্বশেষ ঋণ তারই প্রমাণ। এ ঋণ সহায়তা সব বাধা মোকাবিলা করে ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনে বাংলাদেশকে মদদ জোগাবে। উচ্চ ও টেকসই প্রবৃদ্ধিতে এ ঋণ বৈচিত্র্যময় এবং প্রতিযোগিতামূলক বেসরকারি খাতকে আরও শক্তিশালী করবে। বিশ্বব্যাংকের ঋণ বাংলাদেশকে এগিয়ে যেতে সাহায্যই শুধু করছে না, দেশের অর্থনীতি যে ঠিক পথে চলছে, সে ধারণাকেই জোরদার করছে। বিশ্বমন্দার বিরুদ্ধে ১৮ কোটি মানুষের সংগ্রামে সাহস জোগাবে এই ঋণ।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বিশ্বব্যাংকের সহযোগিতা
বাংলাদেশ সম্পর্কে আস্থার বহিঃপ্রকাশ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর