বৃহস্পতিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী ঢাকা। সাম্প্রতিককালে আর কোনো ভূমিকম্পে ঢাকা ও ধারেকাছের এলাকা এতটা বেশি কেঁপে ওঠেনি। সবচেয়ে বেশি আতঙ্ক হলো এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী সংলগ্ন জনপদ দোহারে। ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও রাজধানীর এত কাছে এর উৎপত্তিস্থল থাকতে পারে এমন তথ্য জনমনে আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৫টা ৫৭ মিনিটে সংঘটিত ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। এর উৎপত্তিস্থল রাজধানী থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দোহারে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার প্রাথমিকভাবে জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। তবে পরে তা কমিয়ে ৪.৩ বলে জানানো হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। একই তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড আর্থকোয়্যাক সিস্টেমের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর মাত্র ১৪ কিলোমিটার দূরে। কম্পন অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের ভবন ছেড়ে সড়কে নেমে আসতে দেখা যায়। অনেকে আবার আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, রাজধানীর এত কাছে এত সক্রিয় ভূ-চ্যুতি রয়েছে সেটা খুবই চিন্তার বিষয়। রাজধানীর এত কাছে এ মাত্রার ভূমিকম্প হওয়ার ইতিহাস খুবই কম। এতে উদ্বেগ প্রকাশ করেছেন ভূতত্ত্ববিদরা। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পে আতঙ্কিত হওয়া উচিত নয়। বাংলাদেশের অবস্থান ভূমিকম্পপ্রবণ এলাকার সন্নিকটে। বৃহস্পতিবার যে মাত্রার ভূমিকম্প হয়েছে তেমনটি অতীতেও ঘটেছে। তবে বড় মাত্রার ভূমিকম্প হলে বিপদ অনিবার্য হয়ে উঠবে। সে কারণে রাজধানীতে বাড়িঘর নির্মাণে বিল্ডিং কোড মেনে চলতে হবে। স্মর্তব্য, চলতি বছরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। গত ৩০ এপ্রিল চট্টগ্রামে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যার উৎপত্তিস্থল ছিল পূর্ব মিয়ানমারের মাউলাউকে। ভূমিকম্পে আতঙ্কে না ভোগে পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি থাকতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ