বৃহস্পতিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী ঢাকা। সাম্প্রতিককালে আর কোনো ভূমিকম্পে ঢাকা ও ধারেকাছের এলাকা এতটা বেশি কেঁপে ওঠেনি। সবচেয়ে বেশি আতঙ্ক হলো এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী সংলগ্ন জনপদ দোহারে। ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও রাজধানীর এত কাছে এর উৎপত্তিস্থল থাকতে পারে এমন তথ্য জনমনে আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৫টা ৫৭ মিনিটে সংঘটিত ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। এর উৎপত্তিস্থল রাজধানী থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দোহারে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার প্রাথমিকভাবে জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। তবে পরে তা কমিয়ে ৪.৩ বলে জানানো হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। একই তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড আর্থকোয়্যাক সিস্টেমের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর মাত্র ১৪ কিলোমিটার দূরে। কম্পন অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের ভবন ছেড়ে সড়কে নেমে আসতে দেখা যায়। অনেকে আবার আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, রাজধানীর এত কাছে এত সক্রিয় ভূ-চ্যুতি রয়েছে সেটা খুবই চিন্তার বিষয়। রাজধানীর এত কাছে এ মাত্রার ভূমিকম্প হওয়ার ইতিহাস খুবই কম। এতে উদ্বেগ প্রকাশ করেছেন ভূতত্ত্ববিদরা। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পে আতঙ্কিত হওয়া উচিত নয়। বাংলাদেশের অবস্থান ভূমিকম্পপ্রবণ এলাকার সন্নিকটে। বৃহস্পতিবার যে মাত্রার ভূমিকম্প হয়েছে তেমনটি অতীতেও ঘটেছে। তবে বড় মাত্রার ভূমিকম্প হলে বিপদ অনিবার্য হয়ে উঠবে। সে কারণে রাজধানীতে বাড়িঘর নির্মাণে বিল্ডিং কোড মেনে চলতে হবে। স্মর্তব্য, চলতি বছরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। গত ৩০ এপ্রিল চট্টগ্রামে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যার উৎপত্তিস্থল ছিল পূর্ব মিয়ানমারের মাউলাউকে। ভূমিকম্পে আতঙ্কে না ভোগে পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি থাকতে হবে।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত