বৃহস্পতিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী ঢাকা। সাম্প্রতিককালে আর কোনো ভূমিকম্পে ঢাকা ও ধারেকাছের এলাকা এতটা বেশি কেঁপে ওঠেনি। সবচেয়ে বেশি আতঙ্ক হলো এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী সংলগ্ন জনপদ দোহারে। ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও রাজধানীর এত কাছে এর উৎপত্তিস্থল থাকতে পারে এমন তথ্য জনমনে আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৫টা ৫৭ মিনিটে সংঘটিত ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। এর উৎপত্তিস্থল রাজধানী থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দোহারে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার প্রাথমিকভাবে জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। তবে পরে তা কমিয়ে ৪.৩ বলে জানানো হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। একই তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড আর্থকোয়্যাক সিস্টেমের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর মাত্র ১৪ কিলোমিটার দূরে। কম্পন অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের ভবন ছেড়ে সড়কে নেমে আসতে দেখা যায়। অনেকে আবার আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, রাজধানীর এত কাছে এত সক্রিয় ভূ-চ্যুতি রয়েছে সেটা খুবই চিন্তার বিষয়। রাজধানীর এত কাছে এ মাত্রার ভূমিকম্প হওয়ার ইতিহাস খুবই কম। এতে উদ্বেগ প্রকাশ করেছেন ভূতত্ত্ববিদরা। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পে আতঙ্কিত হওয়া উচিত নয়। বাংলাদেশের অবস্থান ভূমিকম্পপ্রবণ এলাকার সন্নিকটে। বৃহস্পতিবার যে মাত্রার ভূমিকম্প হয়েছে তেমনটি অতীতেও ঘটেছে। তবে বড় মাত্রার ভূমিকম্প হলে বিপদ অনিবার্য হয়ে উঠবে। সে কারণে রাজধানীতে বাড়িঘর নির্মাণে বিল্ডিং কোড মেনে চলতে হবে। স্মর্তব্য, চলতি বছরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। গত ৩০ এপ্রিল চট্টগ্রামে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যার উৎপত্তিস্থল ছিল পূর্ব মিয়ানমারের মাউলাউকে। ভূমিকম্পে আতঙ্কে না ভোগে পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি থাকতে হবে।
শিরোনাম
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
ভূমিকম্পে ভয় নয়
সুরক্ষার প্রস্তুতি থাকতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর