বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার দেশের আইনশৃঙ্খলার জন্য সাক্ষাৎ হুমকি হয়ে দাঁড়িয়েছে। বৈধ অস্ত্রের অধিকারীরা সামাজিক ও আর্থিকভাবে প্রভাবশালী। তাদের অধিকাংশই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে রাজনৈতিক শক্তির আশীর্বাদপুষ্ট। বিশেষ করে ক্ষমতাসীন দলের কেউ বৈধ অস্ত্রধারী হলে তাদের বিষয়ে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীও পাশ কাটিয়ে যাওয়ার মানসিকতায় ভোগে। টেন্ডারবাজি, জমি দখল ইত্যাদি অপরাধে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার অহরহই ঘটছে। অভিযোগ রয়েছে, অপরাধ কর্মকান্ডের অনুষঙ্গ হয়ে উঠেছে বৈধ অস্ত্রের ব্যবসা। বৈধতার লেবাসে কিছু অস্ত্র ব্যবসায়ী রীতিমতো আতঙ্কের নাম হয়ে উঠছেন। তাদের সরবরাহ করা অত্যাধুনিক মারণাস্ত্র ও গোলাবারুদগুলো চলে যাচ্ছে সন্ত্রাসীদের কাছে। তবে অবাক করা বিষয় হলো, এসব অপকর্মের সঙ্গে জড়িত থাকার অপরাধে বিভিন্ন সময় গ্রেফতার হওয়ার পর এক দিনের জন্যও বন্ধ হয়নি সংশ্লিষ্টদের অস্ত্রের দোকান। অপরাধ বিশেষজ্ঞদের মতে, সংশ্লিষ্টদের জবাবদিহি না থাকার কারণেই এমনটা ঘটছে। অস্ত্র ব্যবসায়ীদের বিষয়ে যাদের নিয়মিতভাবে মনিটরিং করার কথা তাদের দায়িত্বহীনতার সুযোগে দিনের পর দিন এমনটা চলে আসছে। ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬’ আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কারা কীভাবে অস্ত্রের ব্যবসা করবেন। অস্ত্র আইনের ৩৪ নম্বর ধারার ক উপধারায় উল্লেখ করা হয়েছে, প্রতি ছয় মাস পর জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্তৃপক্ষ আমদানিকৃত অস্ত্র, গোলাবারুদের মজুদ ও বেচাকেনার হিসাব সরেজমিন পরিদর্শন করবেন এবং পরিদর্শন প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন। তবে আইনের এসব ধারা প্রতিপালন কাগজ কলমেই সীমাবদ্ধ থাকে। অস্ত্র বৈধ হলেও তার অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নেই। বিদেশ থেকে বৈধ অস্ত্র ব্যবসায়ীরা যেসব অস্ত্র আমদানি করে তাতেও রয়েছে ভয়ানক কারচুপি। আইনশৃঙ্খলার স্বার্থে বৈধ অস্ত্রের লাইসেন্সধারীদের পাশাপাশি লাইসেন্সধারী অস্ত্র ব্যবসায়ীদের ওপরও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকা দরকার। এ ক্ষেত্রে কোনো অন্যথা হওয়া উচিত নয়।
শিরোনাম
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭