বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার দেশের আইনশৃঙ্খলার জন্য সাক্ষাৎ হুমকি হয়ে দাঁড়িয়েছে। বৈধ অস্ত্রের অধিকারীরা সামাজিক ও আর্থিকভাবে প্রভাবশালী। তাদের অধিকাংশই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে রাজনৈতিক শক্তির আশীর্বাদপুষ্ট। বিশেষ করে ক্ষমতাসীন দলের কেউ বৈধ অস্ত্রধারী হলে তাদের বিষয়ে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীও পাশ কাটিয়ে যাওয়ার মানসিকতায় ভোগে। টেন্ডারবাজি, জমি দখল ইত্যাদি অপরাধে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার অহরহই ঘটছে। অভিযোগ রয়েছে, অপরাধ কর্মকান্ডের অনুষঙ্গ হয়ে উঠেছে বৈধ অস্ত্রের ব্যবসা। বৈধতার লেবাসে কিছু অস্ত্র ব্যবসায়ী রীতিমতো আতঙ্কের নাম হয়ে উঠছেন। তাদের সরবরাহ করা অত্যাধুনিক মারণাস্ত্র ও গোলাবারুদগুলো চলে যাচ্ছে সন্ত্রাসীদের কাছে। তবে অবাক করা বিষয় হলো, এসব অপকর্মের সঙ্গে জড়িত থাকার অপরাধে বিভিন্ন সময় গ্রেফতার হওয়ার পর এক দিনের জন্যও বন্ধ হয়নি সংশ্লিষ্টদের অস্ত্রের দোকান। অপরাধ বিশেষজ্ঞদের মতে, সংশ্লিষ্টদের জবাবদিহি না থাকার কারণেই এমনটা ঘটছে। অস্ত্র ব্যবসায়ীদের বিষয়ে যাদের নিয়মিতভাবে মনিটরিং করার কথা তাদের দায়িত্বহীনতার সুযোগে দিনের পর দিন এমনটা চলে আসছে। ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬’ আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কারা কীভাবে অস্ত্রের ব্যবসা করবেন। অস্ত্র আইনের ৩৪ নম্বর ধারার ক উপধারায় উল্লেখ করা হয়েছে, প্রতি ছয় মাস পর জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্তৃপক্ষ আমদানিকৃত অস্ত্র, গোলাবারুদের মজুদ ও বেচাকেনার হিসাব সরেজমিন পরিদর্শন করবেন এবং পরিদর্শন প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন। তবে আইনের এসব ধারা প্রতিপালন কাগজ কলমেই সীমাবদ্ধ থাকে। অস্ত্র বৈধ হলেও তার অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নেই। বিদেশ থেকে বৈধ অস্ত্র ব্যবসায়ীরা যেসব অস্ত্র আমদানি করে তাতেও রয়েছে ভয়ানক কারচুপি। আইনশৃঙ্খলার স্বার্থে বৈধ অস্ত্রের লাইসেন্সধারীদের পাশাপাশি লাইসেন্সধারী অস্ত্র ব্যবসায়ীদের ওপরও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকা দরকার। এ ক্ষেত্রে কোনো অন্যথা হওয়া উচিত নয়।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার
আইনশৃঙ্খলার জন্য হুমকি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর