বাংলাদেশে শিশুশ্রমিকের সংখ্যা বাড়ছে। বর্তমানে এ সংখ্যা ১৭ লাখ ৭৬ হাজার ৯৭। গত ৯ বছরে শিশুশ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭৭ হাজার ২০৩। ৯ বছরে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে শিশুশ্রমিকের সংখ্যা বৃদ্ধি অস্বাভাবিক কিছু নয়। তবে বাংলাদেশ যেহেতু নীতিগতভাবে শিশুশ্রম নিরুৎসাহ করার পখে হাঁটছে সেহেতু এ বৃদ্ধি নিঃসন্দেহে অনাকাক্সিক্ষত এবং অস্বস্তিকর। দেশে শিশুশ্রমিকের সংখ্যা বৃদ্ধি দুঃসংবাদ হলেও এর পাশাপাশি সুসংবাদ হলো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রমিকের সংখ্যা আগের চেয়ে কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালিত জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বর্তমানে পাঁচ থেকে ১৭ বছর বয়সী শ্রমজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭। ২০১৩ সালের জরিপে যেটি ছিল ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯। ৯ বছরের ব্যবধানে বেড়েছে ৮৬ হাজার ৫৫৮ জন। বর্তমানে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রমিক রয়েছে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন। ২০১৩ সালের জরিপে এ সংখ্যা ছিল ১২ লাখ ৮০ হাজার ১৯৫। ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রমিক কমেছে ২ লাখ ১১ হাজার ৯৮৩ জন। জাতীয় শিশুশ্রম জরিপ ২০১৩ ও ২০২২-এর ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৩ সালের তুলনায় ২০২২ সালে শ্রমজীবী শিশু ও শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা সামান্য বেড়েছে। তবে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। শ্রমজীবী শিশুদের মধ্যে ২৭ লাখ ৩৪ হাজার ৪৪ জন ছেলে এবং ৮ লাখ ২ হাজার ৮৮৩ জন মেয়ে। আর শিশুশ্রমে নিয়োজিত ১৭ লাখ ৭৬ হাজার ৯৭ জনের মধ্যে ছেলেশিশু ১৩ লাখ ৭৪ হাজার ১৫৪ এবং মেয়েশিশু ৪ লাখ ১ হাজার ৯৪৩ জন। একইভাবে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন শিশুর মধ্যে ছেলেশিশু ৮ লাখ ৯৫ হাজার ১৯৫ জন এবং মেয়েশিশু ১ লাখ ৭৩ হাজার ১৭ জন। শিশুশ্রমিকের সংখ্যা বৃদ্ধির পেছনে করোনাকালীন মন্দা দায়ী বলে মনে করা হয়। যে কারণেই শিশুশ্রমিকের সংখ্যা বাড়ুক না কেন তা জাতির জন্য সুখবর নয়। শিশুদের শ্রমে নিয়োগ করার বদলে তাদের হাতে বই-খাতা তুলে দেওয়ার ব্যাপারে সরকারকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
শিরোনাম
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৩
- আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা
- বিশ্বকাপ মঞ্চে দেখা যেতে পারে ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে
- নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শিশুশ্রমিক সংখ্যা বাড়ছে
ওদের হাতে বই-খাতা তুলে দিন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর