মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে নতুন রেকর্ড

মশা নিধনে সম্মিলিত উদ্যোগ নিন

ডেঙ্গুজ্বরে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার রেকর্ড স্থাপিত হয়েছে গত রবিবার। ওইদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৭৬৪ জন। হাসপাতালে ভর্তির এ সংখ্যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। একই দিন ডেঙ্গু নামের ঘাতক ভাইরাসে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩-এ। ৩০ জুলাই এক দিনে ২ হাজার ৭৩১ জন হাসপাতালে ভর্তি হন, যা এর আগে এ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। রবিবার আক্রান্তের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ৭৮ এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৮৬ জন। এ ছাড়া ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে সাতজন ঢাকার, তিনজন বাইরের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫ হাজার ৬০১। ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৩১ হাজার ১৩১ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৭২ জন। এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ডেঙ্গু সম্পর্কিত এসব তথ্য-উপাত্ত হাসপাতালনির্ভর। হাসপাতালের বাইরে যারা চিকিৎসা নিয়েছেন কিংবা মারা গেছেন তার তথ্য যোগ হলে যে চিত্র দাঁড়াবে তা আরও ভয়ংকর। ডেঙ্গুতে বোতলজাত তরল স্যালাইন ব্যবহৃত হয়। ভয়ংকর এ ভাইরাসের প্রাদুর্ভাব যত বাড়ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে তরল স্যালাইনের সংকট। অভিযোগ উঠেছে, উৎপাদনকারীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে তরল স্যালাইনের দাম বাড়িয়ে দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর আগ্রাসন অব্যাহত থাকবে। বৃষ্টির মৌসুম দেরিতে আসায় তা আরও দীর্ঘায়িত হতে পারে। ডেঙ্গু জনমনে ইতোমধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কের কারণে জ্বর হলেই নানা পরীক্ষায় বাড়তি অর্থ ব্যয় হচ্ছে। ডেঙ্গু যেভাবে ছড়িয়েছে তাতে সরকার বা সিটি করপোরেশন নয়, ছাত্র-শিক্ষক এবং সামাজিক সংগঠনগুলোকে মশা নিধনে মাঠে নামানোর তাগিদ অনুভব করছেন সুধীজনেরা। তবে এ ব্যাপারে সরকারকেই উদ্যোগ নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর