মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জলাবদ্ধতায় জিম্মি মানুষ

পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে হবে

বন্দরনগর চট্টগ্রাম চার দিন ধরে পানির নিচে। এ মহানগরের জলাবদ্ধতা বহু পুরনো এবং তা ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতা নিরসনে এযাবৎ হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও ফল অশ্বডিম্ব। জলাবদ্ধতার অবসান না হওয়ার কারণ বন্দরনগরের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করা। ফলে জনগণের ট্যাক্সের টাকা খরচ হলেও নগরবাসী কোনো সুফল পাচ্ছে না। চট্টগ্রামের মতো টানা বৃষ্টিতে বরিশালের জনজীবনও বিপর্যস্ত। তলিয়ে গেছে রাস্তাঘাট। চরম অনিশ্চয়তায় রয়েছে খেটে খাওয়া মানুষ। স্থলনিম্নচাপ ও ঝোড়ো হাওয়ার কারণে বঙ্গোপসাগরে উত্তাল অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অধিদফতর বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি করেছে; যার পরিপ্রেক্ষিতে ভোলার দুই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চার দিন ধরে পানির নিচে বন্দরনগর চট্টগ্রাম। নিকট ইতিহাসে জলাবদ্ধতার এমন দাপট দেখেনি নগরবাসী। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরের বেশির ভাগ এলাকা। বাসাবন্দি হয়ে পড়ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ডুবেছে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি, নিচতলার বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। জলাবদ্ধতা প্রকল্পে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের পরও সুফল না মেলায় ক্ষোভ প্রকাশ করছে নগরবাসী। তবে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভাষ্য, সুফল পেতে হলে প্রথমত পুরো প্রকল্প বাস্তবায়ন পর্যন্ত অপেক্ষা করতে হবে। দ্বিতীয়ত ড্রেন ও খালগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। বরিশাল, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নদনদীর পানি বৃদ্ধিতে অবস্থা সঙ্গিন হয়ে উঠেছে। বরিশালকে একসময় বলা হতো প্রাচ্যের ভেনিস। প্রাকৃতিক খালগুলো ভরাট হয়ে যাওয়ার পর বরিশাল তার বৈশিষ্ট্য হারিয়েছে। জলাবদ্ধতা অনিবার্য হয়ে উঠছে। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণ যেমন জরুরি তেমন জরুরি নাগরিক সচেতনতাও। ড্রেন ও পানি নিষ্কাশনের নালা ও খালগুলো সচল রাখার ব্যবস্থা করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর