শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশে ডেঙ্গু

বিশ্বের সবচেয়ে ভয়াবহ সংক্রমণ

দেশের ডেঙ্গু পরিস্থিতি আন্তর্জাতিক উদ্বেগেরও কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের ডেঙ্গু সংক্রমণকে বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করেছে। জলবায়ু পরিবর্তনকে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার জন্য দায়ী করেছে জাতিসংঘের অন্যতম এই অঙ্গ প্রতিষ্ঠান। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিনই ঝরে পড়ছে মূল্যবান প্রাণ। সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার একদিনে ২০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুর থাবায়। একই দিন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৮৯ জন। এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে প্রাণ হারিয়েছেন ৬৯১ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে বলা হয়েছে, বৃহস্পতিবার আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯৯ জন এবং ঢাকার বাইরের বাসিন্দা ১ হাজার ৭৯০ জন। ঢাকায় মারা গেছেন ১১ জন, বাইরের হাসপাতালে মারা গেছেন ৯ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭১১ জন। বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ হাজার ৭১১ জন। ঢাকার বাইরে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। সেপ্টেম্বরের সাত দিনে ১৬ হাজার ৯০৩ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯৮ জন। এ হিসাব যেসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের। হাসপাতালের বাইরের চিত্রও কম ভয়াবহ নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করে প্রকারান্তরে এ চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক দায়কে স্বীকার করেছে। সবারই জানা যেসব কারণে জলবায়ুতে অশুভ পরিবর্তন ঘটছে তার জন্য দায়ী শিল্পোন্নত বিশ্ব। মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের অনিবার্য পরিণতি হিসেবে বায়ুমন্ডলের উষ্ণতা বাড়ছে। সমুদ্রপৃষ্ঠ স্ফীত হচ্ছে। খরা ও অতিবৃষ্টির প্রবণতা বাড়ছে। এ বিপদ রোধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে শিল্পোন্নত দেশগুলোকে দাঁড়াতে হবে। ডেঙ্গুর অভিশাপ রোধে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের সব বড় নগর ও শহর কর্তৃপক্ষকে দায়বদ্ধ ভূমিকা পালন করতে হবে। লোক দেখানো মশক নিধন অভিযানের বদলে এডিস মশার লার্ভা নিধনে নিতে হবে সুসমন্বিত কার্যক্রম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর