ঢাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের জন্য গঠিত ফোরাম টিকফার সংলাপ সৌহাদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবারের ওই বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। শ্রমিকদের যাপিত জীবনের মানোন্নয়নে বেতন-ভাতা বাড়িয়ে একটি নতুন ওয়েজবোর্ড ঘোষণা করার জন্যও তাগিদ দিয়েছে দেশটির বাণিজ্য দফতরের প্রতিনিধিরা। বিপরীতে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক সুবিধা, যুক্তরাষ্ট্রের উন্নয়ন তহবিল থেকে অনুদান পাওয়ার জন্য বাংলাদেশের নাম তালিকাভুক্তি, এনার্জি খাত ছাড়াও বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ও শিল্প খাতে যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগ এবং এলডিসি উত্তরণে ডব্লিউটিওর সুবিধা অব্যাহত রাখতে মার্কিন সমর্থন চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈঠকে বিনিয়োগ পরিবেশ উন্নতকরণের পাশাপাশি শ্রম ও মেধাস্বত্ব ইস্যুতে জোর দেওয়া হয়। বেশ কয়েকটি মার্কিন কোম্পানি, যারা এ দেশে বিনিয়োগ করেছে- তারা তাদের মুনাফা ফেরত নিতে পারছে না বলে অভিযোগ করেছে ইউএসটিআর প্রতিনিধিরা। তারা বলেছে, মার্কিন কোম্পানিগুলো যেন মুনাফা দ্রুত ফেরত নিতে পারে সে বিষয়ে বিনিয়োগ কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। যুক্তরাষ্ট্র বাংলাদেশে তুলা রপ্তানিতে বিশেষ সুবিধা পাচ্ছে। আগে দেশটি থেকে তুলা আমদানির পর ওই তুলা চট্টগ্রাম বন্দরে ছাড়ের আগে ধূমায়িতকরণের শর্ত ছিল। যুক্তরাষ্ট্রের অনুরোধে সেই শর্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে বাংলাদেশ যে পোশাক বানায়- ওই পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেন শুল্কমুক্ত বাজার সুবিধা দেয়। যুক্তরাষ্ট্র বলেছে, জিএসপি চালু হলে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবা হবে। বৈঠকে দুই পক্ষই ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পক্ষে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক যুক্তরাষ্ট্র। দুই দেশের বাণিজ্যে ভারসাম্য বাংলাদেশের দিকে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়লে অর্থনীতির ভিত মজবুত হবে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তা অবদান রাখবে।
শিরোনাম
- রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
- লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে পুলওয়ামার চিকিৎসক উমর নবি?
- দিল্লির গাড়ি বিস্ফোরণ কি আত্মঘাতী হামলা ছিল?
- ৩৮০০ শিশুর হার্ট সার্জারিতে অবদান : মানবসেবায় রেকর্ড জনপ্রিয় গায়িকার
- রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান
- শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেফতার ৫
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
টিকফা সংলাপ
ঢাকা-ওয়াশিংটন ইতিবাচক মনোভাব
প্রিন্ট ভার্সন