ঢাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের জন্য গঠিত ফোরাম টিকফার সংলাপ সৌহাদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবারের ওই বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। শ্রমিকদের যাপিত জীবনের মানোন্নয়নে বেতন-ভাতা বাড়িয়ে একটি নতুন ওয়েজবোর্ড ঘোষণা করার জন্যও তাগিদ দিয়েছে দেশটির বাণিজ্য দফতরের প্রতিনিধিরা। বিপরীতে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক সুবিধা, যুক্তরাষ্ট্রের উন্নয়ন তহবিল থেকে অনুদান পাওয়ার জন্য বাংলাদেশের নাম তালিকাভুক্তি, এনার্জি খাত ছাড়াও বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ও শিল্প খাতে যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগ এবং এলডিসি উত্তরণে ডব্লিউটিওর সুবিধা অব্যাহত রাখতে মার্কিন সমর্থন চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈঠকে বিনিয়োগ পরিবেশ উন্নতকরণের পাশাপাশি শ্রম ও মেধাস্বত্ব ইস্যুতে জোর দেওয়া হয়। বেশ কয়েকটি মার্কিন কোম্পানি, যারা এ দেশে বিনিয়োগ করেছে- তারা তাদের মুনাফা ফেরত নিতে পারছে না বলে অভিযোগ করেছে ইউএসটিআর প্রতিনিধিরা। তারা বলেছে, মার্কিন কোম্পানিগুলো যেন মুনাফা দ্রুত ফেরত নিতে পারে সে বিষয়ে বিনিয়োগ কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। যুক্তরাষ্ট্র বাংলাদেশে তুলা রপ্তানিতে বিশেষ সুবিধা পাচ্ছে। আগে দেশটি থেকে তুলা আমদানির পর ওই তুলা চট্টগ্রাম বন্দরে ছাড়ের আগে ধূমায়িতকরণের শর্ত ছিল। যুক্তরাষ্ট্রের অনুরোধে সেই শর্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে বাংলাদেশ যে পোশাক বানায়- ওই পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেন শুল্কমুক্ত বাজার সুবিধা দেয়। যুক্তরাষ্ট্র বলেছে, জিএসপি চালু হলে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবা হবে। বৈঠকে দুই পক্ষই ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পক্ষে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক যুক্তরাষ্ট্র। দুই দেশের বাণিজ্যে ভারসাম্য বাংলাদেশের দিকে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়লে অর্থনীতির ভিত মজবুত হবে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তা অবদান রাখবে।
শিরোনাম
- ট্রাম্প ছাড়া অন্য কেউ নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নয়: ইসরায়েলি পার্লামেন্ট স্পিকার
- শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে কর্মবিরতি
- ব্যক্তির নামে থাকা আরও ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন
- জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে করা চুক্তি স্থগিত করল ইরান
- অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
- গ্রাম পুলিশের গুরুত্ব বেড়েছে: কুলাউড়ায় ডিসি
- ট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক পদক দেবে ইসরায়েল
- ‘পাঁচ একীভূত ব্যাংকের’ বিনিয়োগকরীদের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার
- কুশিয়ারা নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ একদিন পর উদ্ধার
- গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছে না ইরান
- সন্ধ্যা নামলেই অন্ধকার ভাঙ্গা ইন্টারসেকশন
- হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার বিষয়ে মার্কিন অনুমোদন রয়েছে: ট্রাম্প
- ফেরত আনা হলো সৌদিতে আটকে থাকা হজ এজেন্সির ৩৮ কোটি টাকা
- হামাসকে পুনরায় অস্ত্র সংগ্রহের অনুমতি দিলেন ট্রাম্প
- নওগাঁয় তরুণদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ
- মামলা থেকে অব্যাহতি পেলেন মির্জা আব্বাস-রিজভীসহ ১৬৭ নেতাকর্মী
- ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার
- ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল হামাস
- হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে ৩০ যাত্রী আহত
- চলতি বছরের এইচএসসি ফল প্রকাশ ১৬ অক্টোবর
টিকফা সংলাপ
ঢাকা-ওয়াশিংটন ইতিবাচক মনোভাব
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর