ঢাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের জন্য গঠিত ফোরাম টিকফার সংলাপ সৌহাদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবারের ওই বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। শ্রমিকদের যাপিত জীবনের মানোন্নয়নে বেতন-ভাতা বাড়িয়ে একটি নতুন ওয়েজবোর্ড ঘোষণা করার জন্যও তাগিদ দিয়েছে দেশটির বাণিজ্য দফতরের প্রতিনিধিরা। বিপরীতে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক সুবিধা, যুক্তরাষ্ট্রের উন্নয়ন তহবিল থেকে অনুদান পাওয়ার জন্য বাংলাদেশের নাম তালিকাভুক্তি, এনার্জি খাত ছাড়াও বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ও শিল্প খাতে যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগ এবং এলডিসি উত্তরণে ডব্লিউটিওর সুবিধা অব্যাহত রাখতে মার্কিন সমর্থন চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈঠকে বিনিয়োগ পরিবেশ উন্নতকরণের পাশাপাশি শ্রম ও মেধাস্বত্ব ইস্যুতে জোর দেওয়া হয়। বেশ কয়েকটি মার্কিন কোম্পানি, যারা এ দেশে বিনিয়োগ করেছে- তারা তাদের মুনাফা ফেরত নিতে পারছে না বলে অভিযোগ করেছে ইউএসটিআর প্রতিনিধিরা। তারা বলেছে, মার্কিন কোম্পানিগুলো যেন মুনাফা দ্রুত ফেরত নিতে পারে সে বিষয়ে বিনিয়োগ কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। যুক্তরাষ্ট্র বাংলাদেশে তুলা রপ্তানিতে বিশেষ সুবিধা পাচ্ছে। আগে দেশটি থেকে তুলা আমদানির পর ওই তুলা চট্টগ্রাম বন্দরে ছাড়ের আগে ধূমায়িতকরণের শর্ত ছিল। যুক্তরাষ্ট্রের অনুরোধে সেই শর্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে বাংলাদেশ যে পোশাক বানায়- ওই পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেন শুল্কমুক্ত বাজার সুবিধা দেয়। যুক্তরাষ্ট্র বলেছে, জিএসপি চালু হলে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবা হবে। বৈঠকে দুই পক্ষই ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পক্ষে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক যুক্তরাষ্ট্র। দুই দেশের বাণিজ্যে ভারসাম্য বাংলাদেশের দিকে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়লে অর্থনীতির ভিত মজবুত হবে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তা অবদান রাখবে।
শিরোনাম
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
টিকফা সংলাপ
ঢাকা-ওয়াশিংটন ইতিবাচক মনোভাব
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর