দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যুর হার সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করেছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখের বেশি মানুষ। হাসপাতালের বাইরে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৫ লাখ। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম কিন্তু অক্টোবরেও এ বছর তার আগ্রাসন অনুভূত হওয়ায় বছরজুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে এমন শঙ্কাও করা হচ্ছে। দেশে ২০০০ সালে ডেঙ্গু চিহ্নিত হওয়ার পর থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৮৫৩ মানুষের মৃত্যু হয়। আর এ বছর অক্টোবর পর্যন্ত মৃত্যু হয়েছে হাজারেরও বেশি। ঢাকা শহর ছাড়িয়ে ডেঙ্গু এখন দেশের ৬৪ জেলা শহরে শক্ত অবস্থান তৈরি করেছে। গ্রামাঞ্চলেও ছড়িয়েছে ব্যাপকভাবে। ডেঙ্গু নিয়েই বসবাস এখন অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৯৯ জন, মারা গেছেন ১৩ জন। ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮২ জন, ঢাকার বাইরের হাসপাতালে ২ হাজার ১১৭ জন। সরকারি হিসাবে ঢাকার হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৮৫ হাজার ১৪০ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৪৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ হাজার ১৯৮ জন। লক্ষ্যণীয় প্রবণতা অনুযায়ী বৃষ্টির মৌসুম থেমে গেলে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। তবে বাংলাদেশে ডেঙ্গু সারা বছর ছড়ি ঘোরালে তেমন আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই যেসব পাত্রে বৃষ্টি ছাড়াও পানি জমা হয় অথবা নাগরিকরা পানি জমিয়ে রাখেন সেসব পাত্রে সারা বছরই এডিস মশার প্রজনন হতে পারে। ডেঙ্গু থেকে মুক্তি পেতে সবাইকে নিশ্চিত করতে হবে যেন নিজ বাড়ি এবং বাড়ির আঙিনায় কোনো পানি জমা না থাকে। ডেঙ্গুর হাত থেকে রেহাই পেতে হলে বছরজুড়ে এডিস মশার লার্ভা নিধনের কর্মসূচি বজায় রাখতে হবে। এ ব্যাপারে মশা মারার ওষুধ স্প্রে করার পাশাপাশি মশা নিধনে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। স্কুল-কলেজের ছাত্র, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এ ব্যাপারে কাজে লাগানো যেতে পারে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বছরজুড়ে ডেঙ্গু
এডিস লার্ভা নিধনের উদ্যোগ নিন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর