দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যুর হার সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করেছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখের বেশি মানুষ। হাসপাতালের বাইরে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৫ লাখ। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম কিন্তু অক্টোবরেও এ বছর তার আগ্রাসন অনুভূত হওয়ায় বছরজুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে এমন শঙ্কাও করা হচ্ছে। দেশে ২০০০ সালে ডেঙ্গু চিহ্নিত হওয়ার পর থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৮৫৩ মানুষের মৃত্যু হয়। আর এ বছর অক্টোবর পর্যন্ত মৃত্যু হয়েছে হাজারেরও বেশি। ঢাকা শহর ছাড়িয়ে ডেঙ্গু এখন দেশের ৬৪ জেলা শহরে শক্ত অবস্থান তৈরি করেছে। গ্রামাঞ্চলেও ছড়িয়েছে ব্যাপকভাবে। ডেঙ্গু নিয়েই বসবাস এখন অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৯৯ জন, মারা গেছেন ১৩ জন। ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮২ জন, ঢাকার বাইরের হাসপাতালে ২ হাজার ১১৭ জন। সরকারি হিসাবে ঢাকার হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৮৫ হাজার ১৪০ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৪৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ হাজার ১৯৮ জন। লক্ষ্যণীয় প্রবণতা অনুযায়ী বৃষ্টির মৌসুম থেমে গেলে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। তবে বাংলাদেশে ডেঙ্গু সারা বছর ছড়ি ঘোরালে তেমন আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই যেসব পাত্রে বৃষ্টি ছাড়াও পানি জমা হয় অথবা নাগরিকরা পানি জমিয়ে রাখেন সেসব পাত্রে সারা বছরই এডিস মশার প্রজনন হতে পারে। ডেঙ্গু থেকে মুক্তি পেতে সবাইকে নিশ্চিত করতে হবে যেন নিজ বাড়ি এবং বাড়ির আঙিনায় কোনো পানি জমা না থাকে। ডেঙ্গুর হাত থেকে রেহাই পেতে হলে বছরজুড়ে এডিস মশার লার্ভা নিধনের কর্মসূচি বজায় রাখতে হবে। এ ব্যাপারে মশা মারার ওষুধ স্প্রে করার পাশাপাশি মশা নিধনে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। স্কুল-কলেজের ছাত্র, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এ ব্যাপারে কাজে লাগানো যেতে পারে।
শিরোনাম
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
বছরজুড়ে ডেঙ্গু
এডিস লার্ভা নিধনের উদ্যোগ নিন
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর