দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যুর হার সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করেছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখের বেশি মানুষ। হাসপাতালের বাইরে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৫ লাখ। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম কিন্তু অক্টোবরেও এ বছর তার আগ্রাসন অনুভূত হওয়ায় বছরজুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে এমন শঙ্কাও করা হচ্ছে। দেশে ২০০০ সালে ডেঙ্গু চিহ্নিত হওয়ার পর থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৮৫৩ মানুষের মৃত্যু হয়। আর এ বছর অক্টোবর পর্যন্ত মৃত্যু হয়েছে হাজারেরও বেশি। ঢাকা শহর ছাড়িয়ে ডেঙ্গু এখন দেশের ৬৪ জেলা শহরে শক্ত অবস্থান তৈরি করেছে। গ্রামাঞ্চলেও ছড়িয়েছে ব্যাপকভাবে। ডেঙ্গু নিয়েই বসবাস এখন অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৯৯ জন, মারা গেছেন ১৩ জন। ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮২ জন, ঢাকার বাইরের হাসপাতালে ২ হাজার ১১৭ জন। সরকারি হিসাবে ঢাকার হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৮৫ হাজার ১৪০ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৪৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ হাজার ১৯৮ জন। লক্ষ্যণীয় প্রবণতা অনুযায়ী বৃষ্টির মৌসুম থেমে গেলে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। তবে বাংলাদেশে ডেঙ্গু সারা বছর ছড়ি ঘোরালে তেমন আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই যেসব পাত্রে বৃষ্টি ছাড়াও পানি জমা হয় অথবা নাগরিকরা পানি জমিয়ে রাখেন সেসব পাত্রে সারা বছরই এডিস মশার প্রজনন হতে পারে। ডেঙ্গু থেকে মুক্তি পেতে সবাইকে নিশ্চিত করতে হবে যেন নিজ বাড়ি এবং বাড়ির আঙিনায় কোনো পানি জমা না থাকে। ডেঙ্গুর হাত থেকে রেহাই পেতে হলে বছরজুড়ে এডিস মশার লার্ভা নিধনের কর্মসূচি বজায় রাখতে হবে। এ ব্যাপারে মশা মারার ওষুধ স্প্রে করার পাশাপাশি মশা নিধনে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। স্কুল-কলেজের ছাত্র, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এ ব্যাপারে কাজে লাগানো যেতে পারে।
শিরোনাম
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
বছরজুড়ে ডেঙ্গু
এডিস লার্ভা নিধনের উদ্যোগ নিন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর