হরতাল অবরোধে সাধারণ মানুষের যে সমর্থন নেই তা বহুল প্রমাণিত। নির্বাচনের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে মতদ্বৈততা থাকলেও জীবন-জীবিকায় অন্তরায় সৃষ্টি করে এমন কোনো কর্মসূচির পক্ষে তারা নেই। হরতাল অবরোধের নামে একের পর এক যানবাহনে আগুন এবং ককটেল ফুটিয়ে সাধারণ মানুষকে সন্ত্রস্ত করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন-বিরোধীদের পক্ষ থেকে। এর ফলে জনজীবনে সৃষ্টি হয়েছে ভোগান্তি। দূরপাল্লার যানবাহন হরতাল অবরোধে চলাচল করতে পারছে না আগুনসন্ত্রাসের ভয়ে। চলাচল করলেও ভাড়া লাগছে দ্বিগুণ থেকে তিন গুণ। রাজনৈতিক কর্মসূচির কারণে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ব্যবসায়ীরা তাদের ক্রয় করা পণ্য সময়মতো পাচ্ছেন না। সরবরাহকারী ও পণ্য উৎপাদনকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হরতাল ও অবরোধের কারণে কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ায় শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। কভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবের পর উদ্যোক্তাদের কাছে রাজনৈতিক সহিংসতার কারণে সৃষ্ট ক্ষতি অসহনীয় হয়ে উঠছে। রাজধানীর কারওয়ান বাজার, সোয়ারীঘাট, বাদামতলী এবং ওয়াইজঘাটের ব্যবসায়ীদের অভিমত, হরতাল-অবরোধে তারা বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন। বিক্রি ৪ ভাগের ১ ভাগে নেমে এসেছে। গত ৩১ অক্টোবর থেকে হরতাল অবরোধ শুরু হয়। ইতোমধ্যে ১৪ দিনের অবরোধের কবলে পড়েছে দেশ। ছোট-বড় ও মাঝারি উদ্যোক্তারা বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। এ অবস্থা এড়াতে রাজনৈতিক দলগুলোর উচিত সাংঘর্ষিক কর্মসূচির বদলে সংলাপের মাধ্যমে নিজেদের মতপার্থক্য কমিয়ে আনা। নির্বাচন কমিশন বলেছে, প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নিলে তারা শিডিউল পুনর্বিন্যাসে রাজি। বৃহত্তর জাতীয় স্বার্থে কীভাবে সংঘাত এড়ানো যায় সেটি সংশ্লিষ্ট সবার কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
হরতাল অবরোধ
সংঘাত এড়ানোর পথ খুঁজুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর