ভুয়া ঋণের মাধ্যমে ব্যাংকে সঞ্চিত জনগণের অর্থ লুটপাটের মহোৎসব দেশের অর্থনীতিকে গভীর খাদের কিনারে নিয়ে গেছে। ব্যাংক পরিচালনা পর্ষদের রাঘববোয়াল এবং অসৎ কর্মচারী-কর্মকর্তাদের যোগসাজশে এ পর্যন্ত হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে ভুয়া ঋণের মাধ্যমে। লোপাট অর্থ ভাগাভাগি করে নিয়েছে চৌর্যবৃত্তির সঙ্গে জড়িতরা। দেশের অর্থনীতিকে বিপদের হাত থেকে বাঁচাতে দেরিতে হলেও কুম্ভকর্ণের ঘুম থেকে জেগেছে অর্থ মন্ত্রণালয়। ব্যাংকিং খাতের লুটপাটের মচ্ছব থামাতে তারা ভুয়া ঋণের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অন্যদিকে সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন ব্যাংকের প্রতি নজর রাখছে কেন্দ্রীয় ব্যাংক। যেখানে অনিয়ম ধরা পড়বে সেখানেই ব্যবস্থা গ্রহণের নীতি অবলম্বন করা হচ্ছে। ঋণ প্রদানের অনিয়মে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে নির্দেশ দিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যের পরিবারের কেউ সংশ্লিষ্ট ব্যাংকের এমডি হতে পারবেন না। এ নির্দেশকে ইতিবাচক চোখে দেখছেন অর্থনীতিবিদরা। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ঝুঁকিপূর্ণ বিবেচনায় বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংকের ৬৭০ কোটি টাকার ঋণপ্রস্তাব আটকে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে নানা ধরনের অনিয়মের অভিযোগ জমা হচ্ছিল। বিশেষ করে বেশকিছু ব্যাংক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ছিল। সাউথইস্ট ব্যাংক শেয়ার কেনার জন্য একটি সিকিউরিটিজ কোম্পানিকে মোটা অঙ্কের ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছিল। সাউথইস্ট ব্যাংকের সর্বশেষ পর্ষদ সভায়ও ঋণপ্রস্তাবটি পাস হয়েছিল। তবে ঋণপ্রস্তাবটি ব্যাংকের পর্ষদ সভায় উপস্থাপন ও পাসের প্রক্রিয়া অস্বচ্ছ হওয়ায় অভিযোগ তুলে সেটি আটকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী সাউথইস্ট ব্যাংকে বিশেষ পরিদর্শন চালানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের কার্যক্রম পর্যালোচনা করে কিছু অনিয়ম শনাক্ত করেছে। খেলাপি ও কুঋণের বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ। কুঋণ থামাতে ব্যাংকিং খাতের সুশাসন প্রতিষ্ঠাকে কর্তব্য হিসেবে বেছে নেওয়া হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
ভুয়া ঋণে আপত্তি
ব্যাংকিং খাতে সুশাসনের উদ্যোগ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর