স্থানীয় সরকার হলো তৃণমূল পর্যায়ের নাগরিকদের সরকার। যে সরকারের সঙ্গে থাকে সংশ্লিষ্ট এলাকার মানুষের নাড়ির বন্ধন। কিন্তু শনিবার অনুষ্ঠিত বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং উপনির্বাচনেও মাথাচাড়া দিয়ে উঠেছিল সহিংসতা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউপি উপনির্বাচনে গুলিতে প্রাণ হারিয়েছেন একজন। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনেও উঠেছে গোলযোগের অভিযোগ। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন প্রাণ হারিয়েছেন। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে গোলাগুলি, এজেন্টদের ওপর হামলা এবং ভোটারদের কেন্দ্রে যেতে বাধা আর ময়মনসিংহে ইভিএমে ভোট দিতে ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে। দুই সিটির পাশাপাশি স্থানীয় সরকারের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদের ২ শতাধিক পদে নির্বাচন ছিল গত শনিবার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় নির্বাচনি সহিংসতায় গুলিতে হৃদয় ভূঁইয়া (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। কুমিল্লা সিটি করপোরেশন মেয়র পদের উপনির্বাচনে সড়কে বাধা দেওয়ায় ভোটার কমেছে বলে অভিযোগ উঠেছে। কয়েক স্থানে হামলা ও গুলির ঘটনা ঘটে। ময়মনসিংহ সিটি করপোরেশনে বড় কোনো গোলযোগের খবর না এলেও ইভিএমে ভোট গ্রহণের গতি কিছুটা ধীর হওয়া এবং অনেকের আঙুলের ছাপ না মেলায় ভোগান্তিতে পড়তে হয় ভোটারদের। দেশের রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতায় জাতীয় নির্বাচনের প্রতি নাগরিকদের আগ্রহ কিছুটা হলেও কমেছে। শনিবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকা সত্ত্বেও সহিংসতা এড়ানো সম্ভব হয়নি। নির্বাচনে ইভিএম ব্যবহার স্বচ্ছতা নিশ্চিতকরণে অবদান রাখলেও কোনো কোনো ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির শিকার হতে হয়েছে ভোটারদের। আমরা আশা করব, ভবিষ্যতে যে কোনো নির্বাচনে কোনোভাবেই যাতে হানাহানি দানা বেঁধে না ওঠে সে ব্যাপারে সতর্ক থাকবে নির্বাচন কমিশন। এ ব্যাপারে প্রশাসনের সক্রিয়তাও কাম্য।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নির্বাচনি সহিংসতা
ইসি ও প্রশাসনকে আরও কড়া হতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর