স্থানীয় সরকার হলো তৃণমূল পর্যায়ের নাগরিকদের সরকার। যে সরকারের সঙ্গে থাকে সংশ্লিষ্ট এলাকার মানুষের নাড়ির বন্ধন। কিন্তু শনিবার অনুষ্ঠিত বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং উপনির্বাচনেও মাথাচাড়া দিয়ে উঠেছিল সহিংসতা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউপি উপনির্বাচনে গুলিতে প্রাণ হারিয়েছেন একজন। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনেও উঠেছে গোলযোগের অভিযোগ। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন প্রাণ হারিয়েছেন। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে গোলাগুলি, এজেন্টদের ওপর হামলা এবং ভোটারদের কেন্দ্রে যেতে বাধা আর ময়মনসিংহে ইভিএমে ভোট দিতে ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে। দুই সিটির পাশাপাশি স্থানীয় সরকারের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদের ২ শতাধিক পদে নির্বাচন ছিল গত শনিবার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় নির্বাচনি সহিংসতায় গুলিতে হৃদয় ভূঁইয়া (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। কুমিল্লা সিটি করপোরেশন মেয়র পদের উপনির্বাচনে সড়কে বাধা দেওয়ায় ভোটার কমেছে বলে অভিযোগ উঠেছে। কয়েক স্থানে হামলা ও গুলির ঘটনা ঘটে। ময়মনসিংহ সিটি করপোরেশনে বড় কোনো গোলযোগের খবর না এলেও ইভিএমে ভোট গ্রহণের গতি কিছুটা ধীর হওয়া এবং অনেকের আঙুলের ছাপ না মেলায় ভোগান্তিতে পড়তে হয় ভোটারদের। দেশের রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতায় জাতীয় নির্বাচনের প্রতি নাগরিকদের আগ্রহ কিছুটা হলেও কমেছে। শনিবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকা সত্ত্বেও সহিংসতা এড়ানো সম্ভব হয়নি। নির্বাচনে ইভিএম ব্যবহার স্বচ্ছতা নিশ্চিতকরণে অবদান রাখলেও কোনো কোনো ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির শিকার হতে হয়েছে ভোটারদের। আমরা আশা করব, ভবিষ্যতে যে কোনো নির্বাচনে কোনোভাবেই যাতে হানাহানি দানা বেঁধে না ওঠে সে ব্যাপারে সতর্ক থাকবে নির্বাচন কমিশন। এ ব্যাপারে প্রশাসনের সক্রিয়তাও কাম্য।
শিরোনাম
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন