অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল জাতীয় সংসদে ২০২৪-২৫ সালের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। এমন একসময় অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন, যখন দেশের অর্থনীতি এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে অতীতে ঈর্ষণীয় সাফল্য থাকলেও গত দুই বছর ধরে তা বাংলাদেশেও কালো থাবা বিস্তার করেছে। মূল্যস্ফীতির নখরাঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের প্রায় ১৮ কোটি মানুষ। দুনিয়ার সবচেয়ে উচ্চ প্রবৃদ্ধির দেশগুলোর কাতারে থাকার যে গর্ব এক যুগের বেশি সময় ধরে ভোগ করছে বাংলাদেশ, তা থেকে কিছুটা হলেও সরে আসতে হয়েছে। নতুন বাজেটে চোখ ধাঁধানো প্রকল্প বাস্তবায়নের বদলে কোনটি অপরিহার্য সেদিকে দেওয়া হয়েছে নজর। অর্থনৈতিক কৃচ্ছ্রতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সবকিছুর চেয়ে মূল্যস্ফীতির দানবকে সামাল দেওয়ার কৌশল প্রাধান্য পেয়েছে প্রস্তাবিত বাজেটে। মূল্যস্ফীতি হলো এমন এক আপদ যা ধনী-গরিব নির্বিশেষে সবাইকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে কম আয়ের মানুষের জন্য তা অভিশাপ হিসেবে আবির্ভূত হয়। সংসারের ঘানি টানতে গিয়ে তারা পড়েন কিংকর্তব্যবিমূঢ় অবস্থায়। নতুন বাজেটে যেভাবেই হোক উচ্চমাত্রার প্রবৃদ্ধি অর্জনের কৌশল বাদ দিয়ে মূল্যস্ফীতি কমাতে প্রান্তিক মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা বরাদ্দ বাড়ানো হয়েছে। ব্যবসাবান্ধব মনোভাবও গুরুত্ব পেয়েছে বাজেটে। কম গুরুত্বপূর্ণ খাতগুলোতে নেওয়া হয়েছে ব্যয় সংকোচন কৌশল। গত ১৫ বছরের মতো এ বছর যে বাজেট পেশ করা হয়েছে তা একটি ঘাটতি বাজেট। আয় ও ব্যয়ের যে বিশাল ব্যবধান তা পূরণে বৈদেশিক ঋণের পাশাপাশি সরকারকে ব্যাংক ঋণের দ্বারস্থ হতে হবে। বাজেট ঘাটতির পরিমাণ আড়াই লাখ কোটি টাকারও বেশি। জনপ্রত্যাশার কথা ভেবে যুক্তরাষ্ট্রের মতো ‘সমৃদ্ধতম’ অর্থনীতির দেশেও ঘাটতি বাজেট প্রণয়ন করা হয়। বাজেটে দেশবাসীর প্রাপ্তির খাত উন্নয়ন বাজেট। সংকটাপন্ন সময়েও সরকার এ খাতকে মোটামুটি প্রাধান্য দিয়েছে। প্রতি বছর উন্নয়ন বাজেট যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ার রেকর্ড রয়েছে আমাদের এই দেশে। ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেটের ক্ষেত্রে তা যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা ও শিল্প-বাণিজ্যের বিকাশ ধরে রাখতে হবে। সঠিকভাবে বাজেট বাস্তবায়নকে নিতে হবে চ্যালেঞ্জ হিসেবে। বর্তমান সরকার চ্যালেঞ্জ নিয়েই কাজ করছে। অতীত বর্তমানে এমন অনেক নজির রয়েছে। এবারও সবার প্রত্যাশা অনেক বেশি। সে প্রত্যাশা পূরণ করতে হবে যে কোনোভাবে।
শিরোনাম
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
প্রস্তাবিত বাজেট
বাস্তবায়নই আসল চ্যালেঞ্জ
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর