নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তাঁর নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। কর্তৃত্ববাদের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গণতন্ত্রের পথে অভিযাত্রা। কর্তৃত্ববাদের থাবায় দেশের অর্থনীতি উল্টো পথে চলা শুরু করেছিল দুই বছর আগে থেকে। মাৎস্যন্যায় অবস্থার উদ্ভব ঘটেছিল দেশজুড়ে। মাছদের জগতে যেমন ছোট মাছ খেয়ে ফেলে বড় মাছ, তেমনি সমাজের দুর্বলদের গ্রাস করেছে সবলরা। ক্ষমতাহীনরা ক্ষমতাধরদের যথেচ্ছার শিকার হয়েছে। তছনছ হয়ে গেছে রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান। খেলাপি ঋণ আর বিদেশে অর্থ পাচার দেশের অর্থনীতিকে ফোকলা করেছে। সামাজিক মূল্যবোধে আঘাত হানা হয়েছে নিরন্তর। মুক্তিযুদ্ধের গণতন্ত্র, সাম্য ও কথা বলার স্বাধীনতা জিম্মি হয়ে পড়েছিল নব্য ফ্যাসিবাদের কারসাজিতে। ড. ইউনূসের নতুন সরকারের সামনে এখন গণতন্ত্র ফিরিয়ে আনা শুধু নয়, রাষ্ট্রের সর্বক্ষেত্রে সংস্কার এবং সবকিছু সুস্থ ধারায় ফেরানোও বড় চ্যালেঞ্জ। বিশেষ করে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাজাতে হবে নিষ্ঠার সঙ্গে। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বাহিনী হিসেবে রূপান্তরের কঠিন দায়িত্ব পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। ব্যবসা-বাণিজ্যে ফিরিয়ে আনতে হবে সুস্থ ধারা। দেড় দশক ধরে অপরাজনীতির কুশীলবদের কাছে জিম্মি হয়েছিলেন ব্যবসায়ী সম্প্রদায়। পরিণতিতে দেশে বিনিয়োগের খরা দেখা দেয়। এর প্রভাব পড়ে বিদেশি বিনিয়োগেও। রুদ্ধ হচ্ছিল কর্মসংস্থানের সুযোগ। সে অবস্থার উত্তরণে ব্যবসা ক্ষেত্রে আস্থার পরিবেশ গড়ে তুলতে হবে। কর্তৃত্ববাদ ও নব্য ফ্যাসিবাদ আর কখনো যাতে মাথাচাড়া দিতে না পারে তা নিশ্চিত করা সময়ের দাবি। শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ। উপদেষ্টা পরিষদে বেছে নেওয়া হয়েছে সুশীল সমাজের সত্যিকারের যোগ্য লোকদের। আমাদের বিশ্বাস, কঠিন হলেও রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জে জয়ী হবে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তীকালীন সরকার।
শিরোনাম
- টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
- হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ‘যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেটি হবে সবার জন্য বাসযোগ্য’
- কুষ্টিয়ায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
- চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি ক্রেতাদের
- মাদারগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
- শেরপুরে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টঙ্গীবাড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ইসলামাবাদে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালিত
- গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
- রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি : গোলাম পরওয়ার
- নেত্রকোনায় শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- নোবিপ্রবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
- খাগড়াছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- বিডিইউতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ‘ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে’
প্রকাশ:
০০:০০, শনিবার, ১০ আগস্ট, ২০২৪
অন্তর্বর্তী সরকার
গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারে জিততে হবে
Not defined