মানুষের পাঁচ মৌলিক অধিকারের অন্যতম চিকিৎসা। দেশের স্বাস্থ্য খাত নিয়ে সর্বস্তরে অসন্তুষ্টি সর্বজনবিদিত। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের ১৫ বছরের শাসনকালে রাষ্ট্রযন্ত্রের এমন কোনো অঙ্গ নেই, যেখানে দুর্নীতি ও অনিয়মের কালো থাবা বসেনি। স্বাস্থ্য খাতে এই সর্বনাশা থাবা ছিল অত্যন্ত প্রবল। আর্তমানবতার সেবার এই খাতকেও কমিশন ব্যবসার স্বর্গে পরিণত করা হয়। তৎকালীন খোদ স্বাস্থ্যমন্ত্রী তার ছেলের মাধ্যমে গড়ে তোলেন রোগীদের রক্তচোষা সিন্ডিকেট। বাংলাদেশ প্রতিদিনে এ খাত নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনে বাপ-বেটার সিন্ডিকেট ব্যবসার কেচ্ছাকাহিনি প্রকাশ পেয়েছে। কভিড-১৯ অতিমারির সময় দেশের মানুষ যখন আতঙ্কিত। স্বজন হারানোর বেদনায় শোকার্ত। রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে শয্যা নেই। অক্সিজেন সিলিন্ডার নেই। চারদিকে হাহাকার। ঠিক সেই ভয়ার্ত সময়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে টু-পাইস কামানোর ধান্দায় তৎপর হয়ে ওঠেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। নেপথ্যে মন্ত্রী, সম্মুখে মন্ত্রীপুত্র ও ঠিকাদার সিন্ডিকেট। স্বাস্থ্য অধিদপ্তরের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে হাত মিলিয়ে এই সিন্ডিকেট কেনাকাটার নামে অবাধ লুণ্ঠন করে জনগণের ট্যাক্সের টাকা। আর জনগণের স্বাস্থ্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব যার ওপর ন্যস্ত, সেই স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার সম্পদ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। সে সময় গণমাধ্যমে খবর বেরোয়- ক্ষমতাসীন দলের লোকজন ও মন্ত্রীর আপনজনরা মিলে মানহীন মাস্ক ও সুরক্ষাসামগ্রী ক্রয় ও সরবরাহ করে বিপুল অর্থ কামিয়েছেন। মন্ত্রীতনয়ের সিন্ডিকেট স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটা থেকে শুরু করে নিয়োগ-বাণিজ্য, পদোন্নতিসহ ১১টি সুনির্দিষ্ট খাত থেকে দুর্নীতির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা কামিয়েছে। অভিযোগ আছে, স্বাস্থ্য খাতের ডন হিসেবে পরিচিত ঠিকাদার মিঠু বাজারদরের চেয়ে কয়েক গুণ বেশি দাম নিলেও নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি সরবরাহ করে রেহাই পেয়ে যাওয়ার পেছনে মূল শক্তি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আস্তে আস্তে সেসব কেচ্ছাকাহিনি বেরিয়ে আসছে। আসলে যে যত বড় ক্ষমতাশালীই হোক না কেন, একদিন না একদিন তাকে অনিয়ম-দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের মাশুল গুনতেই হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার বিগত সরকারের আমলে দুর্নীতি-অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিয়েছে। নিশ্চয় স্বাস্থ্য খাতের দুর্নীতিতে জড়িত সবার বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। তার কোনো প্রশ্নই ওঠে না।
শিরোনাম
- জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
- চট্টগ্রামে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ড
- পাথরঘাটায় জলবায়ু সহনশীল ও নারীবান্ধব সাইক্লোন শেল্টারের দাবিতে স্মারকলিপি
- দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাবির
- সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
- নেত্রকোনায় সীমান্তে ভারতীয় মদসহ অটোভ্যান জব্দ
- বোয়ালমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
- জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া : পরিবেশ উপদেষ্টা
- লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
- নাটোরে অভিযানে ধ্বংস অবৈধ চায়না জাল
- সিরাজগঞ্জে পৃথক স্থানে দুই যুবকের মরদেহ উদ্ধার
- হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাশে অবৈধ বালুর ডিপো, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
- বাঁধ মেরামতে গিয়ে নিজের বসত ঘর হারালেন দুই ভাই
- জুনে ১৩৬ কোটি টাকার চোরাচালান জব্দ বিজিবির
- রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫
- জুলাই শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা নয়, হাইকোর্টের রুল
- আনন্দ মোহন কলেজে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শতাধিক গাছের চারা রোপণ
- বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুন্ন করতে ষড়যন্ত্র করছে দুই একটি দল : রিজভী
- কুমিল্লায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
- লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
স্বাস্থ্যেও সর্বনাশ
দুর্নীতিবাজ যে-ই হোক, কোনো ছাড় নয়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর