বিশ্বব্যাপী ব্যাপক প্রাণঘাতী যজ্ঞ চালানো করোনা মহামারির পর সেই চীন থেকেই আবার ছড়িয়ে পড়ল হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। চীন ছাড়াও প্রতিবেশী কয়েকটি দেশে এর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই প্রথম বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যেহেতু এ রোগ সংক্রামক, তাই এটা যথেষ্ট উদ্বেগের বিষয়। কারণ ঘনবসতিপূর্ণ দেশে যে কোনো রোগই দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা থাকে। এইচএমপিভি মরণব্যাধি না হলেও আক্রান্তদের বড় কষ্টের কারণ হতে পারে। শিশু-বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য কঠিন ভোগান্তি ডেকে আনতে পারে। ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে তা মোকাবিলা করা স্বাস্থ্য বিভাগ ও হাসপাতালগুলোর জন্য শক্ত হয়ে ওঠাই স্বাভাবিক। এসব সংগত কারণে, এ নিয়ে সাত দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। এইচএমপিভি প্রতিরোধে সব মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, বিমান ও স্থলবন্দরের স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা রাখতে বলা হয়েছে। ভরসা এটাই যে, এ ভাইরাস নিয়ে বিশেষ আতঙ্কিত হওয়ার কারণ নেই। এর প্রকোপে মহামারির শঙ্কাও নেই। সাধারণ ফ্লুর কারণ হিসেবে এ ভাইরাস সারা দুনিয়ায় শনাক্ত হচ্ছে। একে এখনো প্রাণঘাতী বলা হচ্ছে না। তারপরও বহুল জনসংখ্যার এ দেশে সাধারণভাবে অধিকাংশ মানুষের মধ্যে প্রয়োজনীয় পুষ্টি ও রোগ প্রতিরোধ সক্ষমতার ঘাটতি থাকা অস্বাভাবিক নয়। এ জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। ঘরে-বাইরে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং ঘন লোকসমাবেশ এড়িয়ে চলতে পারলে তা এইচএমপিভি এড়াতে সহায়ক হবে। এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ব্যক্তি সচেতনতা এক্ষেত্রে সবচেয়ে কার্যকর রক্ষাকবচ।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে