বিশ্বব্যাপী ব্যাপক প্রাণঘাতী যজ্ঞ চালানো করোনা মহামারির পর সেই চীন থেকেই আবার ছড়িয়ে পড়ল হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। চীন ছাড়াও প্রতিবেশী কয়েকটি দেশে এর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই প্রথম বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যেহেতু এ রোগ সংক্রামক, তাই এটা যথেষ্ট উদ্বেগের বিষয়। কারণ ঘনবসতিপূর্ণ দেশে যে কোনো রোগই দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা থাকে। এইচএমপিভি মরণব্যাধি না হলেও আক্রান্তদের বড় কষ্টের কারণ হতে পারে। শিশু-বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য কঠিন ভোগান্তি ডেকে আনতে পারে। ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে তা মোকাবিলা করা স্বাস্থ্য বিভাগ ও হাসপাতালগুলোর জন্য শক্ত হয়ে ওঠাই স্বাভাবিক। এসব সংগত কারণে, এ নিয়ে সাত দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। এইচএমপিভি প্রতিরোধে সব মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, বিমান ও স্থলবন্দরের স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা রাখতে বলা হয়েছে। ভরসা এটাই যে, এ ভাইরাস নিয়ে বিশেষ আতঙ্কিত হওয়ার কারণ নেই। এর প্রকোপে মহামারির শঙ্কাও নেই। সাধারণ ফ্লুর কারণ হিসেবে এ ভাইরাস সারা দুনিয়ায় শনাক্ত হচ্ছে। একে এখনো প্রাণঘাতী বলা হচ্ছে না। তারপরও বহুল জনসংখ্যার এ দেশে সাধারণভাবে অধিকাংশ মানুষের মধ্যে প্রয়োজনীয় পুষ্টি ও রোগ প্রতিরোধ সক্ষমতার ঘাটতি থাকা অস্বাভাবিক নয়। এ জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। ঘরে-বাইরে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং ঘন লোকসমাবেশ এড়িয়ে চলতে পারলে তা এইচএমপিভি এড়াতে সহায়ক হবে। এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ব্যক্তি সচেতনতা এক্ষেত্রে সবচেয়ে কার্যকর রক্ষাকবচ।
শিরোনাম
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭