উজানে অভিন্ন নদীর পানি প্রত্যাহারের প্রতিক্রিয়ায় দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে উত্তরাঞ্চলের চাষাবাদ। চৈত্রের তাপপ্রবাহ শুরু হতে না হতেই বেশির ভাগ পাম্প ও নলকূপে পানি উঠছে না। পানযোগ্য পানির অভাব দেখা দিয়েছে উত্তরাঞ্চলের সর্বত্র। গৃহস্থালিকাজে মিলছে না পর্যাপ্ত পানি। পানিসংকট ভয়াবহ আকার ধারণ করেছে ইরি-বোরো মৌসুমে। উত্তরাঞ্চলে নদনদীর অভাব নেই। কিন্তু উজান থেকে পানি প্রত্যাহারের পাশাপাশি নদনদী খনন না করায় বর্ষা মৌসুম ছাড়া অন্য সময়ে পানির অভাব প্রকট হয়ে উঠছে। মাঠঘাট চৌচির হয়ে পড়ছে পানির অভাবে। ভারতে ফারাক্কা বাঁধের প্রভাবে প্রমত্তা পদ্মা হারিয়েছে সেই চিরচেনা রূপ। পানিপ্রবাহ কমে যাওয়ায় নদীর আয়তন সংকীর্ণ হয়ে পড়ছে। পদ্মার বুকজুড়ে এখন ধু-ধু বালুচর। পদ্মা অববাহিকায় কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। বেড়েছে এ অঞ্চলের তাপমাত্রা। ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৭ সালের ১৬ মে মওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে হয় ঐতিহাসিক লংমার্চ। ফারাক্কার কারসাজিতে যখন পানি দরকার হয়, তখন পানিপ্রবাহ বন্ধ করা হয়। আর যখন পানির দরকার নেই তখন বন্যার কবলে ঠেলে দেওয়া হয় বাংলাদেশকে। সে কারণে রাজশাহী এবং পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র এলাকায় শীত শেষ না হতেই পানিশূন্যতায় চৌচির হয়ে পড়েছে খালবিল, পুকুর। পান করার পানির তীব্র সংকট দেখা দেয় বিস্তীর্ণ এলাকায়। দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষসহ পশ্চিমের অন্যান্য সেচ প্রকল্পও হুমকির মুখে। পৃথিবীর কোথাও নজির নেই, পানির জন্য মানুষ আত্মহত্যা করে। অথচ উত্তরাঞ্চলে পানির জন্য কৃষকের আত্মহত্যার নজির রয়েছে। দেশের উত্তরাঞ্চল শুষ্ক মৌসুমে যে পানিসংকটের উদ্ভব হচ্ছে তা চলতে থাকলে মরুকরণের থাবা বিস্তার হতে পারে। এ সমস্যার সমাধানে বহুমুখী পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। প্রথমত উজানে পানি প্রত্যাহার যাতে না হয় তা নিশ্চিত করা দরকার। নদনদীর পানি সংরক্ষণে নদী খনন কর্মসূচি হাতে নেওয়াও জরুরি। এ কাজে নদীর ওপর নির্ভরশীল লোকজনকেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্পৃক্ত করতে হবে।
শিরোনাম
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
পানিসংকট
সমাধানের পথ খুঁজুন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর