সড়ক অবরোধ করে আন্দোলনের চর্চা ফের শুরু হলো! জুলাই-আগস্টের গণ আন্দোলনে সরকার পতনের পর, অন্তর্বর্তী সরকার যখন সবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, সড়ক অবরোধের মচ্ছব শুরু হয়েছিল। সরকার তখন সবকিছু বুঝে নিয়ে, গুছিয়ে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছিল। সে সময় হাজারটা বঞ্চনার ফিরিস্তি ও অগুনতি দাবি নিয়ে একের পর এক পথে নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্বৈরশাসনামলের দীর্ঘ দেড় দশকে তারা নানাভাবে নিপীড়িত-বঞ্চিত হয়েছে, এ কথা সত্যি। আন্দোলনে অনেক শিল্প আক্রান্ত হওয়া এবং অনেক মালিক পলাতক বা গ্রেপ্তার হওয়ায় শিল্পবাণিজ্যে একধরনের অচলাবস্থা সৃষ্টি হয়। কর্মচ্যুত হয় অনেক মানুষ। পরিবারগুলো বিপাকে পড়ে। সেই ঘোলা পানিতে মাছ ধরতে, মতলবি চক্রও নানা কুটচাল কষতে থাকে। তখন কথায় কথায় শ্রমিক-কর্মীদের পথ আগলে বসে যেতে দেখা গেছে। এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। জটিল যানজটে নাকাল হন শিক্ষার্থী, পেশাজীবী, রোগী-স্বজন সবাই। গত কিছুদিন এ প্রবণতা তেমন লক্ষ করা যায়নি। বুধবার ফের সড়ক অবরোধের কবলে পড়ল দেশ। পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষার্থীরা তাঁদের ছয় দফা দাবি আদায়ে পথে নামেন। সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে শিক্ষার্থীরা পথে নামেন। রাজধানীসহ সারা দেশে তাঁরা সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করেন। যথারীতি বিপাকে পড়ে অগণিত মানুষ। তাদের কাজের ক্ষতি ও সময় নষ্ট হয়। এ নিয়ে বিভিন্ন স্থানে অশান্তিও কম হয়নি। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। কোথাও যৌথ বাহিনী ও শিক্ষার্থীরা মুখোমুখি হলে হুড়োহুড়িতে অনেকে আহতও হয়েছে। এগুলো অনভিপ্রেত। রাস্তা দখল দাবি আদায়ের শোভন-সংগত পন্থা নয়। তাঁদের নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সর্বাত্মক সহমর্মিতা রয়েছে। ন্যায্যতার বিচার-বিবেচনায় তাঁদের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।
শিরোনাম
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
ফের সড়ক অবরোধ
দাবি আদায়ে এটাই সঠিক পন্থা নয়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর