সড়ক অবরোধ করে আন্দোলনের চর্চা ফের শুরু হলো! জুলাই-আগস্টের গণ আন্দোলনে সরকার পতনের পর, অন্তর্বর্তী সরকার যখন সবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, সড়ক অবরোধের মচ্ছব শুরু হয়েছিল। সরকার তখন সবকিছু বুঝে নিয়ে, গুছিয়ে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছিল। সে সময় হাজারটা বঞ্চনার ফিরিস্তি ও অগুনতি দাবি নিয়ে একের পর এক পথে নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্বৈরশাসনামলের দীর্ঘ দেড় দশকে তারা নানাভাবে নিপীড়িত-বঞ্চিত হয়েছে, এ কথা সত্যি। আন্দোলনে অনেক শিল্প আক্রান্ত হওয়া এবং অনেক মালিক পলাতক বা গ্রেপ্তার হওয়ায় শিল্পবাণিজ্যে একধরনের অচলাবস্থা সৃষ্টি হয়। কর্মচ্যুত হয় অনেক মানুষ। পরিবারগুলো বিপাকে পড়ে। সেই ঘোলা পানিতে মাছ ধরতে, মতলবি চক্রও নানা কুটচাল কষতে থাকে। তখন কথায় কথায় শ্রমিক-কর্মীদের পথ আগলে বসে যেতে দেখা গেছে। এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। জটিল যানজটে নাকাল হন শিক্ষার্থী, পেশাজীবী, রোগী-স্বজন সবাই। গত কিছুদিন এ প্রবণতা তেমন লক্ষ করা যায়নি। বুধবার ফের সড়ক অবরোধের কবলে পড়ল দেশ। পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষার্থীরা তাঁদের ছয় দফা দাবি আদায়ে পথে নামেন। সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে শিক্ষার্থীরা পথে নামেন। রাজধানীসহ সারা দেশে তাঁরা সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করেন। যথারীতি বিপাকে পড়ে অগণিত মানুষ। তাদের কাজের ক্ষতি ও সময় নষ্ট হয়। এ নিয়ে বিভিন্ন স্থানে অশান্তিও কম হয়নি। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। কোথাও যৌথ বাহিনী ও শিক্ষার্থীরা মুখোমুখি হলে হুড়োহুড়িতে অনেকে আহতও হয়েছে। এগুলো অনভিপ্রেত। রাস্তা দখল দাবি আদায়ের শোভন-সংগত পন্থা নয়। তাঁদের নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সর্বাত্মক সহমর্মিতা রয়েছে। ন্যায্যতার বিচার-বিবেচনায় তাঁদের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ফের সড়ক অবরোধ
দাবি আদায়ে এটাই সঠিক পন্থা নয়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর