সড়ক অবরোধ করে আন্দোলনের চর্চা ফের শুরু হলো! জুলাই-আগস্টের গণ আন্দোলনে সরকার পতনের পর, অন্তর্বর্তী সরকার যখন সবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, সড়ক অবরোধের মচ্ছব শুরু হয়েছিল। সরকার তখন সবকিছু বুঝে নিয়ে, গুছিয়ে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছিল। সে সময় হাজারটা বঞ্চনার ফিরিস্তি ও অগুনতি দাবি নিয়ে একের পর এক পথে নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্বৈরশাসনামলের দীর্ঘ দেড় দশকে তারা নানাভাবে নিপীড়িত-বঞ্চিত হয়েছে, এ কথা সত্যি। আন্দোলনে অনেক শিল্প আক্রান্ত হওয়া এবং অনেক মালিক পলাতক বা গ্রেপ্তার হওয়ায় শিল্পবাণিজ্যে একধরনের অচলাবস্থা সৃষ্টি হয়। কর্মচ্যুত হয় অনেক মানুষ। পরিবারগুলো বিপাকে পড়ে। সেই ঘোলা পানিতে মাছ ধরতে, মতলবি চক্রও নানা কুটচাল কষতে থাকে। তখন কথায় কথায় শ্রমিক-কর্মীদের পথ আগলে বসে যেতে দেখা গেছে। এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। জটিল যানজটে নাকাল হন শিক্ষার্থী, পেশাজীবী, রোগী-স্বজন সবাই। গত কিছুদিন এ প্রবণতা তেমন লক্ষ করা যায়নি। বুধবার ফের সড়ক অবরোধের কবলে পড়ল দেশ। পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষার্থীরা তাঁদের ছয় দফা দাবি আদায়ে পথে নামেন। সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে শিক্ষার্থীরা পথে নামেন। রাজধানীসহ সারা দেশে তাঁরা সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করেন। যথারীতি বিপাকে পড়ে অগণিত মানুষ। তাদের কাজের ক্ষতি ও সময় নষ্ট হয়। এ নিয়ে বিভিন্ন স্থানে অশান্তিও কম হয়নি। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। কোথাও যৌথ বাহিনী ও শিক্ষার্থীরা মুখোমুখি হলে হুড়োহুড়িতে অনেকে আহতও হয়েছে। এগুলো অনভিপ্রেত। রাস্তা দখল দাবি আদায়ের শোভন-সংগত পন্থা নয়। তাঁদের নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সর্বাত্মক সহমর্মিতা রয়েছে। ন্যায্যতার বিচার-বিবেচনায় তাঁদের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।
শিরোনাম
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
ফের সড়ক অবরোধ
দাবি আদায়ে এটাই সঠিক পন্থা নয়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর