সড়ক অবরোধ করে আন্দোলনের চর্চা ফের শুরু হলো! জুলাই-আগস্টের গণ আন্দোলনে সরকার পতনের পর, অন্তর্বর্তী সরকার যখন সবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, সড়ক অবরোধের মচ্ছব শুরু হয়েছিল। সরকার তখন সবকিছু বুঝে নিয়ে, গুছিয়ে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছিল। সে সময় হাজারটা বঞ্চনার ফিরিস্তি ও অগুনতি দাবি নিয়ে একের পর এক পথে নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্বৈরশাসনামলের দীর্ঘ দেড় দশকে তারা নানাভাবে নিপীড়িত-বঞ্চিত হয়েছে, এ কথা সত্যি। আন্দোলনে অনেক শিল্প আক্রান্ত হওয়া এবং অনেক মালিক পলাতক বা গ্রেপ্তার হওয়ায় শিল্পবাণিজ্যে একধরনের অচলাবস্থা সৃষ্টি হয়। কর্মচ্যুত হয় অনেক মানুষ। পরিবারগুলো বিপাকে পড়ে। সেই ঘোলা পানিতে মাছ ধরতে, মতলবি চক্রও নানা কুটচাল কষতে থাকে। তখন কথায় কথায় শ্রমিক-কর্মীদের পথ আগলে বসে যেতে দেখা গেছে। এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। জটিল যানজটে নাকাল হন শিক্ষার্থী, পেশাজীবী, রোগী-স্বজন সবাই। গত কিছুদিন এ প্রবণতা তেমন লক্ষ করা যায়নি। বুধবার ফের সড়ক অবরোধের কবলে পড়ল দেশ। পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষার্থীরা তাঁদের ছয় দফা দাবি আদায়ে পথে নামেন। সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে শিক্ষার্থীরা পথে নামেন। রাজধানীসহ সারা দেশে তাঁরা সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করেন। যথারীতি বিপাকে পড়ে অগণিত মানুষ। তাদের কাজের ক্ষতি ও সময় নষ্ট হয়। এ নিয়ে বিভিন্ন স্থানে অশান্তিও কম হয়নি। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। কোথাও যৌথ বাহিনী ও শিক্ষার্থীরা মুখোমুখি হলে হুড়োহুড়িতে অনেকে আহতও হয়েছে। এগুলো অনভিপ্রেত। রাস্তা দখল দাবি আদায়ের শোভন-সংগত পন্থা নয়। তাঁদের নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সর্বাত্মক সহমর্মিতা রয়েছে। ন্যায্যতার বিচার-বিবেচনায় তাঁদের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।
শিরোনাম
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না : রিজভী
- মোংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ফাদার রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি বাড়িয়ে পুনঃনির্ধারণ
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
- স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির
- ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ
- যাদের মুখে নির্বাচনের পরিবেশ নাই, তাদের মতবল ভিন্ন : প্রিন্স
ফের সড়ক অবরোধ
দাবি আদায়ে এটাই সঠিক পন্থা নয়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর