সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিল করেছে সরকার। ওই ৯টি ধারা ভিন্ন মতের মানুষকে জব্দ করার জন্য ঢালাওভাবে ব্যবহৃত হওয়ার অভিযোগ রয়েছে। এ পর্যন্ত ওই আইনে যত মামলা করা হয়েছে তার ৯৫ শতাংশই ৯টি ধারার অপপ্রয়োগের ফসল। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ আইন অনুমোদন করা হয়, যার একটি হলো- সাইবার সুরক্ষা অধ্যাদেশ। আইন উপদেষ্টা এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণা-সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে। মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারের জন্য দণ্ডের বিধান বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন কনটেন্ট বা কথাবার্তা বলা নিয়ে প্রচুর মামলা হতো- এই ধারা বাতিল করা হয়েছে। বিলুপ্ত ধারাগুলোয় দায়েরকৃত মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। সাইবার স্পেসে নারী-শিশু নির্যাতন ও যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নতুন অধ্যাদেশে মতামত প্রকাশের মাধ্যমে মাত্র দুটি অপরাধ রাখা হয়েছে। একটা হচ্ছে, নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কনটেন্ট প্রকাশ ও হুমকি দেওয়া। আরেকটি হচ্ছে, কনটেন্টে ধর্মীয় ঘৃণা ছড়ানোর মাধ্যমে সহিংসতাকে উসকে দেওয়া। বিগত সরকারের আমলে প্রণীত সাইবার নিরাপত্তা আইনটি ভিন্ন মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য প্রণীত হয়েছে এমন অভিযোগ ওঠে বোদ্ধাজনদের মাঝে। অন্তর্বর্তী সরকারের আমলেও এর অপপ্রয়োগের অভিযোগ রয়েছে। যৌন হয়রানি ও ধর্মীয় ঘৃণার মতো দুই অপরাধ রেখে অন্যগুলো বাতিল করার কারণে সাধারণ মানুষ হয়রানির হাত থেকে রক্ষা পাবে। তবে যে দুটি বিষয়কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে সে ক্ষেত্রে যাতে অপপ্রয়োগ না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২