সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিল করেছে সরকার। ওই ৯টি ধারা ভিন্ন মতের মানুষকে জব্দ করার জন্য ঢালাওভাবে ব্যবহৃত হওয়ার অভিযোগ রয়েছে। এ পর্যন্ত ওই আইনে যত মামলা করা হয়েছে তার ৯৫ শতাংশই ৯টি ধারার অপপ্রয়োগের ফসল। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ আইন অনুমোদন করা হয়, যার একটি হলো- সাইবার সুরক্ষা অধ্যাদেশ। আইন উপদেষ্টা এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণা-সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে। মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারের জন্য দণ্ডের বিধান বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন কনটেন্ট বা কথাবার্তা বলা নিয়ে প্রচুর মামলা হতো- এই ধারা বাতিল করা হয়েছে। বিলুপ্ত ধারাগুলোয় দায়েরকৃত মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। সাইবার স্পেসে নারী-শিশু নির্যাতন ও যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নতুন অধ্যাদেশে মতামত প্রকাশের মাধ্যমে মাত্র দুটি অপরাধ রাখা হয়েছে। একটা হচ্ছে, নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কনটেন্ট প্রকাশ ও হুমকি দেওয়া। আরেকটি হচ্ছে, কনটেন্টে ধর্মীয় ঘৃণা ছড়ানোর মাধ্যমে সহিংসতাকে উসকে দেওয়া। বিগত সরকারের আমলে প্রণীত সাইবার নিরাপত্তা আইনটি ভিন্ন মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য প্রণীত হয়েছে এমন অভিযোগ ওঠে বোদ্ধাজনদের মাঝে। অন্তর্বর্তী সরকারের আমলেও এর অপপ্রয়োগের অভিযোগ রয়েছে। যৌন হয়রানি ও ধর্মীয় ঘৃণার মতো দুই অপরাধ রেখে অন্যগুলো বাতিল করার কারণে সাধারণ মানুষ হয়রানির হাত থেকে রক্ষা পাবে। তবে যে দুটি বিষয়কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে সে ক্ষেত্রে যাতে অপপ্রয়োগ না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
সাইবার সুরক্ষা
বিতর্কিত আইন বাতিল স্বস্তিদায়ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর