সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিল করেছে সরকার। ওই ৯টি ধারা ভিন্ন মতের মানুষকে জব্দ করার জন্য ঢালাওভাবে ব্যবহৃত হওয়ার অভিযোগ রয়েছে। এ পর্যন্ত ওই আইনে যত মামলা করা হয়েছে তার ৯৫ শতাংশই ৯টি ধারার অপপ্রয়োগের ফসল। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ আইন অনুমোদন করা হয়, যার একটি হলো- সাইবার সুরক্ষা অধ্যাদেশ। আইন উপদেষ্টা এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণা-সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে। মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারের জন্য দণ্ডের বিধান বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন কনটেন্ট বা কথাবার্তা বলা নিয়ে প্রচুর মামলা হতো- এই ধারা বাতিল করা হয়েছে। বিলুপ্ত ধারাগুলোয় দায়েরকৃত মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। সাইবার স্পেসে নারী-শিশু নির্যাতন ও যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নতুন অধ্যাদেশে মতামত প্রকাশের মাধ্যমে মাত্র দুটি অপরাধ রাখা হয়েছে। একটা হচ্ছে, নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কনটেন্ট প্রকাশ ও হুমকি দেওয়া। আরেকটি হচ্ছে, কনটেন্টে ধর্মীয় ঘৃণা ছড়ানোর মাধ্যমে সহিংসতাকে উসকে দেওয়া। বিগত সরকারের আমলে প্রণীত সাইবার নিরাপত্তা আইনটি ভিন্ন মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য প্রণীত হয়েছে এমন অভিযোগ ওঠে বোদ্ধাজনদের মাঝে। অন্তর্বর্তী সরকারের আমলেও এর অপপ্রয়োগের অভিযোগ রয়েছে। যৌন হয়রানি ও ধর্মীয় ঘৃণার মতো দুই অপরাধ রেখে অন্যগুলো বাতিল করার কারণে সাধারণ মানুষ হয়রানির হাত থেকে রক্ষা পাবে। তবে যে দুটি বিষয়কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে সে ক্ষেত্রে যাতে অপপ্রয়োগ না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
সাইবার সুরক্ষা
বিতর্কিত আইন বাতিল স্বস্তিদায়ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর