সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিল করেছে সরকার। ওই ৯টি ধারা ভিন্ন মতের মানুষকে জব্দ করার জন্য ঢালাওভাবে ব্যবহৃত হওয়ার অভিযোগ রয়েছে। এ পর্যন্ত ওই আইনে যত মামলা করা হয়েছে তার ৯৫ শতাংশই ৯টি ধারার অপপ্রয়োগের ফসল। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ আইন অনুমোদন করা হয়, যার একটি হলো- সাইবার সুরক্ষা অধ্যাদেশ। আইন উপদেষ্টা এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণা-সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে। মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারের জন্য দণ্ডের বিধান বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন কনটেন্ট বা কথাবার্তা বলা নিয়ে প্রচুর মামলা হতো- এই ধারা বাতিল করা হয়েছে। বিলুপ্ত ধারাগুলোয় দায়েরকৃত মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। সাইবার স্পেসে নারী-শিশু নির্যাতন ও যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নতুন অধ্যাদেশে মতামত প্রকাশের মাধ্যমে মাত্র দুটি অপরাধ রাখা হয়েছে। একটা হচ্ছে, নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কনটেন্ট প্রকাশ ও হুমকি দেওয়া। আরেকটি হচ্ছে, কনটেন্টে ধর্মীয় ঘৃণা ছড়ানোর মাধ্যমে সহিংসতাকে উসকে দেওয়া। বিগত সরকারের আমলে প্রণীত সাইবার নিরাপত্তা আইনটি ভিন্ন মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য প্রণীত হয়েছে এমন অভিযোগ ওঠে বোদ্ধাজনদের মাঝে। অন্তর্বর্তী সরকারের আমলেও এর অপপ্রয়োগের অভিযোগ রয়েছে। যৌন হয়রানি ও ধর্মীয় ঘৃণার মতো দুই অপরাধ রেখে অন্যগুলো বাতিল করার কারণে সাধারণ মানুষ হয়রানির হাত থেকে রক্ষা পাবে। তবে যে দুটি বিষয়কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে সে ক্ষেত্রে যাতে অপপ্রয়োগ না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
সাইবার সুরক্ষা
বিতর্কিত আইন বাতিল স্বস্তিদায়ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর