সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিল করেছে সরকার। ওই ৯টি ধারা ভিন্ন মতের মানুষকে জব্দ করার জন্য ঢালাওভাবে ব্যবহৃত হওয়ার অভিযোগ রয়েছে। এ পর্যন্ত ওই আইনে যত মামলা করা হয়েছে তার ৯৫ শতাংশই ৯টি ধারার অপপ্রয়োগের ফসল। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ আইন অনুমোদন করা হয়, যার একটি হলো- সাইবার সুরক্ষা অধ্যাদেশ। আইন উপদেষ্টা এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণা-সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে। মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারের জন্য দণ্ডের বিধান বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন কনটেন্ট বা কথাবার্তা বলা নিয়ে প্রচুর মামলা হতো- এই ধারা বাতিল করা হয়েছে। বিলুপ্ত ধারাগুলোয় দায়েরকৃত মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। সাইবার স্পেসে নারী-শিশু নির্যাতন ও যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নতুন অধ্যাদেশে মতামত প্রকাশের মাধ্যমে মাত্র দুটি অপরাধ রাখা হয়েছে। একটা হচ্ছে, নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কনটেন্ট প্রকাশ ও হুমকি দেওয়া। আরেকটি হচ্ছে, কনটেন্টে ধর্মীয় ঘৃণা ছড়ানোর মাধ্যমে সহিংসতাকে উসকে দেওয়া। বিগত সরকারের আমলে প্রণীত সাইবার নিরাপত্তা আইনটি ভিন্ন মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য প্রণীত হয়েছে এমন অভিযোগ ওঠে বোদ্ধাজনদের মাঝে। অন্তর্বর্তী সরকারের আমলেও এর অপপ্রয়োগের অভিযোগ রয়েছে। যৌন হয়রানি ও ধর্মীয় ঘৃণার মতো দুই অপরাধ রেখে অন্যগুলো বাতিল করার কারণে সাধারণ মানুষ হয়রানির হাত থেকে রক্ষা পাবে। তবে যে দুটি বিষয়কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে সে ক্ষেত্রে যাতে অপপ্রয়োগ না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর
সাইবার সুরক্ষা
বিতর্কিত আইন বাতিল স্বস্তিদায়ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর