ভারত-পাকিস্তান সংঘাত হামলা-পাল্টা হামলায় রূপ নিয়েছে। মঙ্গলবার রাত ১টার পর ভারত আজাদ কাশ্মীর ও পাকিস্তানের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। ভারতের ভাষ্য, তারা শুধু জঙ্গি স্থাপনায় হামলা চালিয়েছে, সামরিক টার্গেটে নয়। তাদের হামলায় জঙ্গি সংগঠন জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্যসহ ৭০ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তান বলেছে, নিহতের সংখ্যা ৩১, আহত ৫৭। এর বিপরীতে পাকিস্তানের পাল্টা গোলাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ১৫ জন নিহত হয়েছেন। পাকিস্তান তিনটি রাফালসহ পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিতের দাবি তুলেছে। ভারতীয় বাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের কৃতিত্বও দাবি করেছে তারা। পাকিস্তান সেনাবাহিনীকে ইতোমধ্যে যুদ্ধ শুরুর সবুজ সংকেত দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অন্যদিকে ভারত দ্বিতীয় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন ইঙ্গিতও পাওয়া গেছে। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় পাকিস্তানের হাত থাকার অভিযোগ এনে ভারত কথিত জঙ্গি স্থাপনায় হামলার কথা বলেছে। স্পষ্টত, জঙ্গি হামলার প্রতিশোধ নেওয়ার মধ্যে ভারত তার কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চাচ্ছে। ভারতে জঙ্গি হামলার ঘটনা নিঃসন্দেহে গর্হিত এবং নিন্দনীয় কাজ। অপরাধীদের সর্বোচ্চ শাস্তিও হওয়া উচিত। তবে এ হামলায় পাকিস্তান জড়িত এমন কোনো প্রমাণ হাতে না থাকায় ভারতের উচিত ছিল আলাপ-আলোচনার মাধ্যমে বল পাকিস্তানের দিকে ঠেলে দেওয়া। জঙ্গিবাদের বিরুদ্ধে যেহেতু বিশ্বজনমত প্রবল এবং পাকিস্তান যেহেতু নিজেরাও ফ্রাঙ্কেনস্টাইনের দানবের শিকার, সেহেতু তাদের দমনে ইসলামাবাদকে বাধ্য করাই হতো যথার্থ। তার বদলে নিরাপত্তাসংক্রান্ত গাফিলতি ঢাকতে পাকিস্তানে সীমিত আকারে হলেও হামলা পরিচালনা পরিস্থিতিকে বিস্ফোরণোন্মুখ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ আশঙ্কা ঠেকাতে দুই দেশের ১৭০ কোটিরও বেশি মানুষের স্বার্থে সর্বাধিক সংযম দেখাতে হবে। যুদ্ধ এড়াতে আলোচনার টেবিলে বসার যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে। যুদ্ধ নয়, শান্তির মধ্যেই দুই দেশের জনগণের স্বার্থ নিহিত, এটি সময় থাকতে বোঝা দরকার।
শিরোনাম
- পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত
- গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার
- রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
যুদ্ধ নয় শান্তি
ভারত ও পাকিস্তানের শুভবুদ্ধি কাম্য
প্রিন্ট ভার্সন
