ভারত-পাকিস্তান সংঘাত হামলা-পাল্টা হামলায় রূপ নিয়েছে। মঙ্গলবার রাত ১টার পর ভারত আজাদ কাশ্মীর ও পাকিস্তানের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। ভারতের ভাষ্য, তারা শুধু জঙ্গি স্থাপনায় হামলা চালিয়েছে, সামরিক টার্গেটে নয়। তাদের হামলায় জঙ্গি সংগঠন জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্যসহ ৭০ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তান বলেছে, নিহতের সংখ্যা ৩১, আহত ৫৭। এর বিপরীতে পাকিস্তানের পাল্টা গোলাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ১৫ জন নিহত হয়েছেন। পাকিস্তান তিনটি রাফালসহ পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিতের দাবি তুলেছে। ভারতীয় বাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের কৃতিত্বও দাবি করেছে তারা। পাকিস্তান সেনাবাহিনীকে ইতোমধ্যে যুদ্ধ শুরুর সবুজ সংকেত দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অন্যদিকে ভারত দ্বিতীয় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন ইঙ্গিতও পাওয়া গেছে। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় পাকিস্তানের হাত থাকার অভিযোগ এনে ভারত কথিত জঙ্গি স্থাপনায় হামলার কথা বলেছে। স্পষ্টত, জঙ্গি হামলার প্রতিশোধ নেওয়ার মধ্যে ভারত তার কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চাচ্ছে। ভারতে জঙ্গি হামলার ঘটনা নিঃসন্দেহে গর্হিত এবং নিন্দনীয় কাজ। অপরাধীদের সর্বোচ্চ শাস্তিও হওয়া উচিত। তবে এ হামলায় পাকিস্তান জড়িত এমন কোনো প্রমাণ হাতে না থাকায় ভারতের উচিত ছিল আলাপ-আলোচনার মাধ্যমে বল পাকিস্তানের দিকে ঠেলে দেওয়া। জঙ্গিবাদের বিরুদ্ধে যেহেতু বিশ্বজনমত প্রবল এবং পাকিস্তান যেহেতু নিজেরাও ফ্রাঙ্কেনস্টাইনের দানবের শিকার, সেহেতু তাদের দমনে ইসলামাবাদকে বাধ্য করাই হতো যথার্থ। তার বদলে নিরাপত্তাসংক্রান্ত গাফিলতি ঢাকতে পাকিস্তানে সীমিত আকারে হলেও হামলা পরিচালনা পরিস্থিতিকে বিস্ফোরণোন্মুখ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ আশঙ্কা ঠেকাতে দুই দেশের ১৭০ কোটিরও বেশি মানুষের স্বার্থে সর্বাধিক সংযম দেখাতে হবে। যুদ্ধ এড়াতে আলোচনার টেবিলে বসার যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে। যুদ্ধ নয়, শান্তির মধ্যেই দুই দেশের জনগণের স্বার্থ নিহিত, এটি সময় থাকতে বোঝা দরকার।
শিরোনাম
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
যুদ্ধ নয় শান্তি
ভারত ও পাকিস্তানের শুভবুদ্ধি কাম্য
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর