তুরস্কের ঐতিহ্যবাহী ইস্তাম্বুল নগরীতে শুরু হয়েছে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। এই আলোচনায় অংশ নিয়েছে যুদ্ধমান দুই দেশের পাশাপাশি দুনিয়ার সবচেয়ে বড় সামরিক ও অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র। টানা তিন বছর ধরে চলছে রুশ-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ না বলে বলা উচিত ইউক্রেনে চলছে রাশিয়ার নির্দয় আগ্রাসন। অথচ প্রতিবেশী দুটি দেশ অভিন্ন জাতিসত্তার অধিকারী। ধর্মীয় দিক থেকেও রয়েছে অভিন্নতা। ২০০ বছরের বেশি সময় ধরে ইউক্রেন ছিল রুশ সাম্রাজ্যের অংশ। সোভিয়েত ইউনিয়নের অংশ হিসাবেও দুটি দেশের মানুষ বসবাস করেছে স্বজন হিসেবে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও দুই দেশের সম্পর্ক ছিল অতি ঘনিষ্ঠ। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় বাইরের ষড়যন্ত্রে। দেখা দেয় আস্থার সংকট। মৈত্রীর সম্পর্ক বৈরীতায় রূপ নেয়। যার পেছনে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন- এমন অভিযোগ রাশিয়ার। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এ সংঘাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বলেছিলেন, তিনি আবার ক্ষমতায় গেলে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে যা দরকার সবই করবেন। যুক্তরাষ্ট্রের নেপথ্য ভূমিকায় শেষ পর্যন্ত তুরস্কের ইউরোপীয় নগরী ইস্তাম্বুলে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা। এ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকলেও হাজির হননি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট আসেননি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বৈঠকে সরাসরি যোগ দেননি। রাশিয়ার প্রতিনিধিত্ব করছে পুতিনের সহকারী ভøাদিমির মেডিনস্কির নেতৃত্বাধীন একটি দল। মার্কিন দলের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও। ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আহ্বান সত্ত্বেও শান্তি আলোচনায় থাকবেন না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইস্তাম্বুল শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তুরস্ক। যে দেশটির সঙ্গে মার্কিন ও রুশ দুই বলয়েরই সুসম্পর্ক রয়েছে। আমরা আশা করব, শান্তি আলোচনা ফলপ্রসূ হবে। বিশ্ববাসী রেহাই পাবে অশান্তির দাবানল থেকে।
শিরোনাম
- ১৯ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-রানি!
- ১০০০ করে বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
- আরও তীব্র ইসরায়েলি বর্বরতা, গাজায় একদিনে নিহত ১১৫
- ভারতের নতুন অধিনায়ক গিল?
- আজ খোলা থাকবে সরকারি অফিস
- যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪
- ভারত নদীতে বাঁধ দিয়ে আধিপত্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায় : সাকি
- আওয়ামী লীগ নিষিদ্ধে জনগণের সমর্থন ছিল : প্রেস সচিব
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৭ মে)
- মুক্তিযুদ্ধ শেষ হয়নি, শেষ হওয়ারও নয়
- যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন খুনের আসামিসহ ১১ বন্দি
- চাঁদপুরে পুলিশের চুরি যাওয়া অস্ত্র উদ্ধার, আটক ২
- টেকনাফে স্কুলছাত্রী অপহরণ মামলার দুই আসামি গ্রেফতার
- মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম
- বাংলাদেশের রূপরেখা নিয়ে ববিতে আলোচনা সভা
- করিমগঞ্জে বজ্রপাতে যুবক নিহত
- রাজধানীতে দুই খুন
- গাজায় প্রতি ৪ মিনিটে একবার হামলা, প্রাণ গেল শতাধিক মানুষের
- সিলেটে ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতা গ্রেফতার
- রমেকে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ বিভাগ নির্মাণের অগ্রগতি পরিদর্শন