তুরস্কের ঐতিহ্যবাহী ইস্তাম্বুল নগরীতে শুরু হয়েছে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। এই আলোচনায় অংশ নিয়েছে যুদ্ধমান দুই দেশের পাশাপাশি দুনিয়ার সবচেয়ে বড় সামরিক ও অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র। টানা তিন বছর ধরে চলছে রুশ-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ না বলে বলা উচিত ইউক্রেনে চলছে রাশিয়ার নির্দয় আগ্রাসন। অথচ প্রতিবেশী দুটি দেশ অভিন্ন জাতিসত্তার অধিকারী। ধর্মীয় দিক থেকেও রয়েছে অভিন্নতা। ২০০ বছরের বেশি সময় ধরে ইউক্রেন ছিল রুশ সাম্রাজ্যের অংশ। সোভিয়েত ইউনিয়নের অংশ হিসাবেও দুটি দেশের মানুষ বসবাস করেছে স্বজন হিসেবে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও দুই দেশের সম্পর্ক ছিল অতি ঘনিষ্ঠ। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় বাইরের ষড়যন্ত্রে। দেখা দেয় আস্থার সংকট। মৈত্রীর সম্পর্ক বৈরীতায় রূপ নেয়। যার পেছনে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন- এমন অভিযোগ রাশিয়ার। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এ সংঘাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বলেছিলেন, তিনি আবার ক্ষমতায় গেলে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে যা দরকার সবই করবেন। যুক্তরাষ্ট্রের নেপথ্য ভূমিকায় শেষ পর্যন্ত তুরস্কের ইউরোপীয় নগরী ইস্তাম্বুলে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা। এ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকলেও হাজির হননি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট আসেননি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বৈঠকে সরাসরি যোগ দেননি। রাশিয়ার প্রতিনিধিত্ব করছে পুতিনের সহকারী ভøাদিমির মেডিনস্কির নেতৃত্বাধীন একটি দল। মার্কিন দলের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও। ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আহ্বান সত্ত্বেও শান্তি আলোচনায় থাকবেন না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইস্তাম্বুল শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তুরস্ক। যে দেশটির সঙ্গে মার্কিন ও রুশ দুই বলয়েরই সুসম্পর্ক রয়েছে। আমরা আশা করব, শান্তি আলোচনা ফলপ্রসূ হবে। বিশ্ববাসী রেহাই পাবে অশান্তির দাবানল থেকে।
শিরোনাম
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
- ‘নারীকে অধিকারহীন রেখে কোনভাবেই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়’
- আদালতে সাবেক সিইসি নুরুল হুদার দায় স্বীকার
- চট্টগ্রামে আরও ১৫ জনের করোনা শনাক্ত
ইস্তাম্বুল শান্তি আলোচনা
বন্ধ হোক রুশ-ইউক্রেন যুদ্ধ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর