ক- বিভাগ
১. রহিম সাহেব শ্রেণিকক্ষে "শারীরিক শিক্ষার কর্মসূচি" সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, বিদ্যালয়ের দু'টি শ্রেণির শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এক ধরনের কর্মসূচি এবং দু'টি বিদ্যালয়ের মধ্যে কোন প্রতিযোগিতা আরেক ধরনের কর্মসূচি ।
ক. জীবতাত্তি্বক ভিত্তি কী?
খ. শারীরিক শিক্ষা সম্পর্কে প্রাচীন কালের ধারণা ভুল ছিল কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত কর্মসূচি দু'টির মধ্যে পার্থক্য নিরূপণ কর।
ঘ. শেষোক্ত ক্রীড়াসূচিটি "প্রতিযোগীদের দলগত সমঝোতা ও উৎকর্ষ বাড়ে"-বিশ্লেষণ কর।
২. রিনা শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে শ্রেণিতে জানতে পেরেছে। সে জেনেছে যে , "সুস্থ দেহে সুন্দর মন" এবং আরো জানতে পেরেছে যে শারীরিক শিক্ষা একজন ব্যক্তির শারীরিক, মানসিক, চারিত্রিক ও সামাজিক গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক. শারীরিক শিক্ষা সম্পর্কে ডি. কে ম্যাথিউস কী বলেছেন?
খ. শারীরিক শিক্ষার মনোবৈজ্ঞানিক নীতি বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রবাদটি সর্বযুগে সর্বকালে সত্য প্রমাণিত হয়েছে- ব্যাখ্যা কর
ঘ. উদ্দীপকে উল্লেখিত রিনার শেষোক্ত জানার বিষয়গুলো বিশ্লেষণ কর ।
খ- বিভাগ
৩. রহিম ৮ম শ্রেণির মেধাবী ছাত্র। তার বাবা একটি বেসরকারি ফার্মে এবং তার মা একটি ব্যাংকে চাকুরি করে। তাদের বাসায় ফিরতে রাত হয়। রহিমকে বাসায় একা থাকতে হয়। সে খুবই চটপটে ও প্রাণাবন্ত ছিল। ইদানীং তার আচরণে বৈসাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। সে এখন খুবই চুপচাপ থাকে। কারো সাথে মিশে না।
ক. প্রেষণা কী?
খ. একটানা পরিশ্রম কাজের গতি কমিয়ে দিতে পারে কেন?
গ. উদ্দীপকে রহিমের আচরণে পরিবর্তন লক্ষ্য করার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সমস্যা থেকে রহিমের পরিত্রাণের উপায় বিশ্লেষণ কর।
৪. সম্প্রতি রিনার জলবসন্ত হয়েছে। তার মা তাকে পরিবারের অন্যদের থেকে আলাদা রেখে পরিচর্যা করলেন।
ক. স্বাস্থ্য কী?
খ. স্বাস্থ্যকর টিফিন কলতে কী বুঝ?
গ. রিনাকে তার মা কীভাবে পরিচর্যা করলেন- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত রোগটির প্রতিরোধমূলক ব্যবস্থা বিশ্লেষণ কর।
৫. পাঁচ বছর পর গ্রামের বাড়িতে গিয়ে লিটন সাহেব দেখলেন যে, লোকজন এখনও পুকুরে গরু-ছাগল গোসল করাচ্ছে। থালা বাসন ধৌত করা, কাপড় কাঁচা সবই করছে। বেশির ভাাগ পুকুরে, খালে ঝুলন্ত পায়খানা বিদ্যমান। তারা সেই পুকুরে ও খালের পানি ই ব্যবহার করছে। এতে লোকজন প্রায়ই পানিবাহিত রোগে আক্রন্ত হচ্ছে।
ক. স্বাস্থ্যবিজ্ঞান কী?
খ. আমরা কেন স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাব?
গ. লিটন সাহেবের গ্রামের লোকজনের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার কারণ ব্যখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত লিটন সাহেবের গ্রামের লোকজনের সমস্যা সমাধানের উপায় বিশ্লেষণ কর।