শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

দুই বেলার ঈদের মধ্যে আকাশ-পাতাল তফাৎ

তোফায়েল আহমেদ, এমপি

দুই বেলার ঈদের মধ্যে আকাশ-পাতাল তফাৎ

"আমার কাছে ঈদানন্দ সর্বজনীন। ঈদের আনন্দ আর আমেজ সব সময়ই একই রকম। ছোটবেলায় ঈদ কাটত গ্রামে। এখনো গ্রামেই ঈদ উদযাপন করি। ছোটবেলার ঈদের সময়কার যে মানুষগুলোর সাথে ঈদ পালন করতাম তাদের অনেকেই এখন নেই। তাদের নিয়ে চলা স্মৃতির মায়াজালে মাঝে মাঝেই হারিয়ে যাই। নিজের অজান্তেই তাদের খুঁজেফিরি লোকালয়ে। তবে মা'কে সবচেয়ে বেশি মনে পড়ে। ঈদের সকালে ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা-কাপড় পরে ঈদগাহে যাওয়ার আগে পোলাও, কোর্মা নিজ হাতে খাইয়ে দিতেন। জামার পকেটে নতুন টাকা গুজে দিয়ে মা খুব আদর করে গালে ও মুখে চুমু খেতেন।" এখন সেই আদরকে অনেক বেশি মনে পড়ে। মা'কে মনে করেই গ্রামের বাড়িতে মায়ের কবরের পাশে ঈদের নামাজ পড়ে এখনো কোরআন তেলাওয়াত করি। মায়ের জন্য দোয়া করি। খুব সাধারণ আর সহজাতভাবেই কাটে ঈদের দিন। ছোটবেলার ঈদও আর এখনকার ঈদের মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে। আগে ঈদে কম করে হলেও ৮-১০টি নতুন জামা ছিল। ঈদের পর টানা নতুন কাপড় পরে কাটাব বলে। মা ভোররাতেই পোলাও-কোর্মা রান্না করে রাখতেন। এগুলো এখন শুধুই স্মৃতি। ছোটবেলায় ঈদের চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশে তাকিয়ে থাকতাম। মা অনেক আদর সঙ্গে নিয়ে পোলাও-কোর্মা খাওয়াতেন। ঈদের দিন সারা দিন ঝাঁক বেঁধে দল ধরে এর বাড়ি ওর বাড়ি ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া আর কার সালামি কত বেশি করা যায় তার প্রতিযোগিতা চলত। আর এখন সালামি পাই না। সালামি দিতে হয়। এখন দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীকে নিয়ে ঈদের সময়টুকু পার হয়ে যায়।

 

সর্বশেষ খবর