ঈদের আনন্দ বাড়িয়ে দিতে বড় পর্দায় আসছে তিনটি ছবি। এগুলো হলো- জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’, ইকবালের ‘শুটার’ ও রনির ‘বসগিরি’। এসব ছবির মুখ্য শিল্পীরা হলেন, পরীমণি, রোশন [রক্ত] ও শাকিব, বুবলী [বসগিরি ও শুটার]। ঈদে বড় পর্দায় এই শিল্পীরাই এবার দর্শকপ্রিয়তার জন্য লড়াইয়ে অবতীর্ণ হবেন। মজার বিষয় হলো, এই যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন নতুন আর পুরনো শিল্পীরা। তাই এই মজা আর টান টান উত্তেজনা দেখার জন্য প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দর্শকরা। নতুনদের মধ্যে আছেন বুবলী ও রোশন। আর পুরনো শিল্পী হলেন শাকিব খান ও পরীমণি। শাকিব চলচ্চিত্রে রীতিমতো থিতু হয়ে গেছেন। তারপরও যখন নতুনদের মুখোমুখি হন তখন কিছুটা হলেও চ্যালেঞ্জের মোকাবিলা করতেই হয় তাকে। এই মোকাবিলাই এবার করবেন তিনি বুবলী আর রোশনের সঙ্গে। পরীকে পুরনো শিল্পী বলা হলেও শাকিবের তুলনায় নতুন তিনি। মূলত এবারের লড়াই হবে শাকিব আর পরীর মধ্যে। পরী জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ ছবিটি নিয়ে আসছেন। শীর্ষ এই প্রযোজনা সংস্থার ছবি মানেই বিগ বাজেট, অ্যারেঞ্জমেন্ট আর শিল্পীদের নতুন সমীকরণে উপস্থাপন করার বিশাল আয়োজনের ছবি। কমপক্ষে গত ঈদে ‘শিকারি’ ছবি দিয়ে শাকিব খানকে নতুন লুকে উপস্থাপন করেছে এবং নতুন পরিচিতি এনে দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। এবার পরীর পালা। সংস্থাটি একদিকে ‘রক্ত’ ছবিতে পরীকে নতুন ক্যারেক্টার অন্যদিকে ভিন্ন সৌন্দর্যে হাজির করছেন। মানে শাকিবের পর এবার নতুন দিগন্ত খুলছে পরীর। ‘রক্ত’ ছবির কারণে ইতিমধ্যে নিজেকে চাহিদাসম্পন্ন নায়িকার কাতারে নিয়ে আসতে পেরেছেন পরী। নির্মাতারা এখন আরও বেশি করে পরীর দরজার কড়া নাড়ছেন। এ পর্যন্ত ছবির ট্রেলার, গান আর রাশপ্রিন্ট যারা দেখেছেন সবাই একবাক্যে ‘রক্ত’ ছবি ও এতে পরীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সবার কথায় ‘রক্ত’ হবে পরীর অভিনয় জীবনের অন্যতম এবং এবারের ঈদের সেরা ছবি। কারণ এই ছবির গল্প, নির্মাণ, গান, লোকেশন আর অভিনয় হয়েছে অনন্যমানের। যা আর ১০টি ছবি থেকে সহজেই আলাদা করা যায়। তাই দর্শকরা এবারের ঈদে জাজের বিশ্বমানের ‘রক্ত’ আর এতে পরীর মনকাড়া অভিনয় দেখতে প্রবল আগ্রহ নিয়ে মুখিয়ে আছেন। এ ছবিতে নতুন মুখ হয়ে আসছেন রোশন। এই মডেলও ছবিটিতে ভালো অভিনয় করেছেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন নায়িকা বুবলী ‘বসগিরি’ ও ‘শুটার’ এ দুটি ছবি নিয়ে ঈদে আসছেন। নতুন হিসেবে শাকিবের বিপরীতে বুবলী কতটা উের যেতে পেরেছেন তা দর্শক ছবিটি দেখার পরেই বলবেন। চলচ্চিত্রপাড়ার লোকজনের কথায় ‘রক্ত’র পর দর্শক আগ্রহে আছে ইকবালের ‘শুটার’ ছবিটি। নির্মাণ আর গল্পে ভিন্নমাত্রার কারণে ছবিটি সহজেই সফলতা পাবে বলে সবার প্রত্যাশা। সব মিলিয়ে এবার ঈদে নতুন আর পুরনো শিল্পীর মধ্যে যুদ্ধটা বেশ জমে উঠবে, এটি নিশ্চিত করে বলা যায়।
শিরোনাম
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি