ঈদের আনন্দ বাড়িয়ে দিতে বড় পর্দায় আসছে তিনটি ছবি। এগুলো হলো- জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’, ইকবালের ‘শুটার’ ও রনির ‘বসগিরি’। এসব ছবির মুখ্য শিল্পীরা হলেন, পরীমণি, রোশন [রক্ত] ও শাকিব, বুবলী [বসগিরি ও শুটার]। ঈদে বড় পর্দায় এই শিল্পীরাই এবার দর্শকপ্রিয়তার জন্য লড়াইয়ে অবতীর্ণ হবেন। মজার বিষয় হলো, এই যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন নতুন আর পুরনো শিল্পীরা। তাই এই মজা আর টান টান উত্তেজনা দেখার জন্য প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দর্শকরা। নতুনদের মধ্যে আছেন বুবলী ও রোশন। আর পুরনো শিল্পী হলেন শাকিব খান ও পরীমণি। শাকিব চলচ্চিত্রে রীতিমতো থিতু হয়ে গেছেন। তারপরও যখন নতুনদের মুখোমুখি হন তখন কিছুটা হলেও চ্যালেঞ্জের মোকাবিলা করতেই হয় তাকে। এই মোকাবিলাই এবার করবেন তিনি বুবলী আর রোশনের সঙ্গে। পরীকে পুরনো শিল্পী বলা হলেও শাকিবের তুলনায় নতুন তিনি। মূলত এবারের লড়াই হবে শাকিব আর পরীর মধ্যে। পরী জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ ছবিটি নিয়ে আসছেন। শীর্ষ এই প্রযোজনা সংস্থার ছবি মানেই বিগ বাজেট, অ্যারেঞ্জমেন্ট আর শিল্পীদের নতুন সমীকরণে উপস্থাপন করার বিশাল আয়োজনের ছবি। কমপক্ষে গত ঈদে ‘শিকারি’ ছবি দিয়ে শাকিব খানকে নতুন লুকে উপস্থাপন করেছে এবং নতুন পরিচিতি এনে দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। এবার পরীর পালা। সংস্থাটি একদিকে ‘রক্ত’ ছবিতে পরীকে নতুন ক্যারেক্টার অন্যদিকে ভিন্ন সৌন্দর্যে হাজির করছেন। মানে শাকিবের পর এবার নতুন দিগন্ত খুলছে পরীর। ‘রক্ত’ ছবির কারণে ইতিমধ্যে নিজেকে চাহিদাসম্পন্ন নায়িকার কাতারে নিয়ে আসতে পেরেছেন পরী। নির্মাতারা এখন আরও বেশি করে পরীর দরজার কড়া নাড়ছেন। এ পর্যন্ত ছবির ট্রেলার, গান আর রাশপ্রিন্ট যারা দেখেছেন সবাই একবাক্যে ‘রক্ত’ ছবি ও এতে পরীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সবার কথায় ‘রক্ত’ হবে পরীর অভিনয় জীবনের অন্যতম এবং এবারের ঈদের সেরা ছবি। কারণ এই ছবির গল্প, নির্মাণ, গান, লোকেশন আর অভিনয় হয়েছে অনন্যমানের। যা আর ১০টি ছবি থেকে সহজেই আলাদা করা যায়। তাই দর্শকরা এবারের ঈদে জাজের বিশ্বমানের ‘রক্ত’ আর এতে পরীর মনকাড়া অভিনয় দেখতে প্রবল আগ্রহ নিয়ে মুখিয়ে আছেন। এ ছবিতে নতুন মুখ হয়ে আসছেন রোশন। এই মডেলও ছবিটিতে ভালো অভিনয় করেছেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন নায়িকা বুবলী ‘বসগিরি’ ও ‘শুটার’ এ দুটি ছবি নিয়ে ঈদে আসছেন। নতুন হিসেবে শাকিবের বিপরীতে বুবলী কতটা উের যেতে পেরেছেন তা দর্শক ছবিটি দেখার পরেই বলবেন। চলচ্চিত্রপাড়ার লোকজনের কথায় ‘রক্ত’র পর দর্শক আগ্রহে আছে ইকবালের ‘শুটার’ ছবিটি। নির্মাণ আর গল্পে ভিন্নমাত্রার কারণে ছবিটি সহজেই সফলতা পাবে বলে সবার প্রত্যাশা। সব মিলিয়ে এবার ঈদে নতুন আর পুরনো শিল্পীর মধ্যে যুদ্ধটা বেশ জমে উঠবে, এটি নিশ্চিত করে বলা যায়।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
ঈদে নতুন-পুরনোর যুদ্ধ
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর