ঈদের আনন্দ বাড়িয়ে দিতে বড় পর্দায় আসছে তিনটি ছবি। এগুলো হলো- জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’, ইকবালের ‘শুটার’ ও রনির ‘বসগিরি’। এসব ছবির মুখ্য শিল্পীরা হলেন, পরীমণি, রোশন [রক্ত] ও শাকিব, বুবলী [বসগিরি ও শুটার]। ঈদে বড় পর্দায় এই শিল্পীরাই এবার দর্শকপ্রিয়তার জন্য লড়াইয়ে অবতীর্ণ হবেন। মজার বিষয় হলো, এই যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন নতুন আর পুরনো শিল্পীরা। তাই এই মজা আর টান টান উত্তেজনা দেখার জন্য প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দর্শকরা। নতুনদের মধ্যে আছেন বুবলী ও রোশন। আর পুরনো শিল্পী হলেন শাকিব খান ও পরীমণি। শাকিব চলচ্চিত্রে রীতিমতো থিতু হয়ে গেছেন। তারপরও যখন নতুনদের মুখোমুখি হন তখন কিছুটা হলেও চ্যালেঞ্জের মোকাবিলা করতেই হয় তাকে। এই মোকাবিলাই এবার করবেন তিনি বুবলী আর রোশনের সঙ্গে। পরীকে পুরনো শিল্পী বলা হলেও শাকিবের তুলনায় নতুন তিনি। মূলত এবারের লড়াই হবে শাকিব আর পরীর মধ্যে। পরী জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ ছবিটি নিয়ে আসছেন। শীর্ষ এই প্রযোজনা সংস্থার ছবি মানেই বিগ বাজেট, অ্যারেঞ্জমেন্ট আর শিল্পীদের নতুন সমীকরণে উপস্থাপন করার বিশাল আয়োজনের ছবি। কমপক্ষে গত ঈদে ‘শিকারি’ ছবি দিয়ে শাকিব খানকে নতুন লুকে উপস্থাপন করেছে এবং নতুন পরিচিতি এনে দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। এবার পরীর পালা। সংস্থাটি একদিকে ‘রক্ত’ ছবিতে পরীকে নতুন ক্যারেক্টার অন্যদিকে ভিন্ন সৌন্দর্যে হাজির করছেন। মানে শাকিবের পর এবার নতুন দিগন্ত খুলছে পরীর। ‘রক্ত’ ছবির কারণে ইতিমধ্যে নিজেকে চাহিদাসম্পন্ন নায়িকার কাতারে নিয়ে আসতে পেরেছেন পরী। নির্মাতারা এখন আরও বেশি করে পরীর দরজার কড়া নাড়ছেন। এ পর্যন্ত ছবির ট্রেলার, গান আর রাশপ্রিন্ট যারা দেখেছেন সবাই একবাক্যে ‘রক্ত’ ছবি ও এতে পরীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সবার কথায় ‘রক্ত’ হবে পরীর অভিনয় জীবনের অন্যতম এবং এবারের ঈদের সেরা ছবি। কারণ এই ছবির গল্প, নির্মাণ, গান, লোকেশন আর অভিনয় হয়েছে অনন্যমানের। যা আর ১০টি ছবি থেকে সহজেই আলাদা করা যায়। তাই দর্শকরা এবারের ঈদে জাজের বিশ্বমানের ‘রক্ত’ আর এতে পরীর মনকাড়া অভিনয় দেখতে প্রবল আগ্রহ নিয়ে মুখিয়ে আছেন। এ ছবিতে নতুন মুখ হয়ে আসছেন রোশন। এই মডেলও ছবিটিতে ভালো অভিনয় করেছেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন নায়িকা বুবলী ‘বসগিরি’ ও ‘শুটার’ এ দুটি ছবি নিয়ে ঈদে আসছেন। নতুন হিসেবে শাকিবের বিপরীতে বুবলী কতটা উের যেতে পেরেছেন তা দর্শক ছবিটি দেখার পরেই বলবেন। চলচ্চিত্রপাড়ার লোকজনের কথায় ‘রক্ত’র পর দর্শক আগ্রহে আছে ইকবালের ‘শুটার’ ছবিটি। নির্মাণ আর গল্পে ভিন্নমাত্রার কারণে ছবিটি সহজেই সফলতা পাবে বলে সবার প্রত্যাশা। সব মিলিয়ে এবার ঈদে নতুন আর পুরনো শিল্পীর মধ্যে যুদ্ধটা বেশ জমে উঠবে, এটি নিশ্চিত করে বলা যায়।
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
ঈদে নতুন-পুরনোর যুদ্ধ
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর