মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রেসির ইচ্ছা

আলাউদ্দীন মাজিদ

রেসির ইচ্ছা

রেসি আবার নিয়মিত হচ্ছেন ক্যামেরার সামনে। এবার চমক নিয়েই ফিরবেন তিনি। কেমন সেই চমক? এমন প্রশ্নে এই নায়িকার সরল জবাব, এখনই যদি সব বলে দিই তাহলে চমক আর রইল কোথায়। মার্চ পর্যন্ত অপেক্ষা করুন। সবাই দেখতে পাবেন অন্য এক রেসিকে। হঠাৎ বড় পর্দা থেকে হারিয়ে গেলেন কেন? কোথায়, হারিয়ে যাইনি তো, ও হ্যাঁ, অনিয়মিত হয়েছি বলতে পারেন। গত বছর আমার অভিনীত ‘নিয়তি’ ছবিটি মুক্তি পেল। এখন ‘শূন্য’ প্রস্তুত মুক্তির জন্য। আসলে কী জানেন, একটানা প্রায় ৫০টি ছবিতে কাজ করতে গিয়ে কেমন জানি হাঁপিয়ে উঠেছিলাম। মনে হলো কিছুদিন বিশ্রাম নিলে কেমন হয়। তা ছাড়া সংসার, স্বামী, সন্তান তো সব মেয়েদেরই মনের কোণে যত্নে লালিত একটি স্বপ্ন। সময় তো কারও জন্য বসে থাকে না। ভাবলাম ‘সময় গেলে তো আর সাধন হবে না’। যেই ভাবা সেই কাজ। টুপ করে ছাদনা তলায় বসে পড়লাম। সংসারের চতুষ্কোণ ঘরে নিজেকে জড়িয়ে নিলাম। সংসার, স্বামী, সন্তান সবই হলো। সব ইচ্ছা পূর্ণতা পেল। এবার সবচেয়ে প্রিয় কাজ অভিনয়ে আবার ফিরব। আগামী মাসেই চমকদার ছবি আর চরিত্র নিয়ে আসছি।

এদিকে ডিপজল ভাই চাইছে তার ছবিতে আবার নিয়মিত কাজ করি। মার্চে তার ছবিতেও আসছি। আসলে এখন মৌলিক গল্পের ছবির বড় অভাব। গল্প ছাড়া নাচ, গান আর ধুম ধারাক্কা দিয়ে ছবি চালানো যায় না। আমার অভিনীত ‘আমার স্বপ্ন আমার সংসার’ ছবিটি নিজে দর্শকের সঙ্গে বসে দেখেছিলাম। চমৎকার পারিবারিক একটি গল্প পেয়ে পিনপতন নীরবতায় ছবিটি উপভোগ করে সবাই। আমি বারে বারে নিজেকে ভেঙে নতুন রূপে পর্দায় হাজির করতে চাই। দর্শক এবার অন্যরকম এক রেসিকে খুঁজে পাবে রুপালি পর্দায়। আমিও দর্শকের ভালোবাসায় বিরতিহীনভাবে কাজ করে যাব...।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর