বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দৃষ্টি প্রতিবন্ধীদের দায়িত্ব নিলেন অনন্ত জলিল

শোবিজ প্রতিবেদক

দৃষ্টি প্রতিবন্ধীদের দায়িত্ব নিলেন অনন্ত জলিল

দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকদের সঙ্গে অনন্ত জলিল ও হাসান আহমেদ চৌধুরী কিরণ

দেশে প্রথমবারের মতো আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন অনন্ত জলিল। প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের অনুরোধে সাড়া দিয়ে অনন্ত জলিল তাত্ক্ষণিক মেধাবী ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীকে তার প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আর্থিক অনুদানের ঘোষণাও দেন অনন্ত জলিল। অনন্ত জলিল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে পেয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ তাদের নানা সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্পগাথা মন দিয়ে  শোনেন। তিনি তার বক্তব্যে বলেন, দৃষ্টি প্রতিবন্ধী এই শিক্ষার্থীদের মধ্যে যে জ্ঞান, বুদ্ধি, রয়েছে তা অনেক অপ্রতিবন্ধী মানুষের মধ্যেও নেই। সব সীমাবদ্ধতাকে কাটিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনন্ত জলিলকে জানান, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরাও সুযোগ পেলে তাদের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম। তাই আপনাদের মতো সমাজহিতৈষীদের এগিয়ে আসা জরুরি। তিনি জানান, এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ এবং ইডেন মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রতি শুক্রবার সকাল ১১টায় প্রচার হবে।                                            

 

সর্বশেষ খবর