Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ২২:৪৫

বিপরীত অবস্থানে সালমান-আতিফ

শোবিজ ডেস্ক

বিপরীত অবস্থানে সালমান-আতিফ

সাম্প্রতিক বছরগুলোতে নিজের প্রায় সব ছবিতেই পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের গান রাখায় কটূক্তি শুনতে হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। তাই নিজের প্রযোজিত ও অভিনীত ছবি থেকে আতিফের গান বাদ দিয়েছেন সালমান। ফলে সালমান-আতিফ এখন বিপরীতমুখী অবস্থানে। ছবি দুটির নাম ‘নোটবুক’ ও ‘ভারত’। এদিকে ভারত শাসিত জম্মু-কাশ্মীরে ১৪ ফেব্রুয়ারি রাজ্যের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরা এলাকায় বাইপাসের কাছে গোরিপোরায় জম্মু-শ্রীনগর ৬ নম্বর জাতীয় সড়কে বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোসের্র (সিআরপিএফ) ৪০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ করার ক্ষেত্রে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। এরই মধ্যে পাকিস্তান থেকেও পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, এবার ঈদের সময় পাকিস্তানে সালমান খান অভিনীত ‘ভারত’ ছবিটি মুক্তি দেওয়া যাবে না। এর আগে টি-সিরিজ আতিফ আসলামের গান ইউটিউব থেকে বাদ দিয়েছে।


আপনার মন্তব্য