অভিনেত্রী তানজিকা আমিন বলেন, আমি নতুনত্বে বিশ্বাসী। যখন যে কাজটি করি সেটিই নতুন। একটির সঙ্গে অন্যটির মিল নেই। তৌকীর আহমেদের পরিচালনায় ‘ধূসর প্রজাপতি’ নামের নতুন একটি ধারাবাহিকের শুটিং করছেন তানজিকা আমিন। এই অভিনেত্রী বলেন, তৌকীর ভাই খুব বড় মাপের পরিচালক। তার পরিচালনায় বেশ কিছু কাজ করেছি। এক ঘণ্টার নাটক যেমন করেছি, ‘রুপালি জোছনা’ নামে একটি ধারাবাহিকের কাজও করেছি। এবার করছি ‘ধূসর প্রজাপতি’। অন্যদিকে ‘হাবুর স্কলারশিপ’ নামে একটি বড় ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে। এই নাটকের শুটিংও করছেন তিনি। পরিচালনা করছেন আল হাজেন। তানজিকা আমিন বলেন, ‘হাবুর স্কলারশিপ’ দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। এ নাটকের প্রথম শুটিং করেছিলাম অস্ট্রেলিয়ায়। এরপর শুটিং করি লন্ডনে। দর্শকপ্রিয়তা বাড়ার পর পর্বও বাড়তে থাকে। এ নাটক সম্পর্কে তিনি আরও বলেন, এখানে বড় লোকের মেয়ের চরিত্রে অভিনয় করছি। নাটকটিকে আশির দশকের সময়ের কিছুটা ছোঁয়া আছে। এ অভিনেত্রী বলেন, আমি যখন যে চরিত্রটি করছি, সেটিই কিন্তু নতুন। কোনোটির সঙ্গে কোনোটির মিল নেই। তৌকীর ভাইয়ের ‘ধূসর প্রজাপতি’ নাটকের চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন। তারপরও ভিন্ন ভিন্ন চরিত্রই চাওয়া। সব সময় চাই নতুন চরিত্র, নতুন গল্প। তানজিকা আমিনের স্বামী বসবাস করেন সিডনিতে। তিনিও সিডনি চলে যাবেন কি না, জানতে চাইলে বলেন, আসা-যাওয়ার মধ্যে থাকব। অভিনয় ভালোবাসি। অভিনয়ের প্রতি এই ভালোবাসা থাকবে। নতুন সিনেমার কথা চলছে বলেও জানান এ অভিনেত্রী।