Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ২২:৪৬

বাংলাদেশে ‘হাউ টু ট্রেইন ইউর ড্রাগন’

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশে ‘হাউ টু ট্রেইন ইউর ড্রাগন’

 বাকের ভাইকিংস এবং ড্রাগনদের নিয়ে হিক্যাপ এবং তার ড্রাগন বন্ধু টুললেসের দিন ভালোই কাটছিল। এই সময় তাদের দ্বীপটির সীমানা প্রাচীর এর বাইরের এলাকাগুলো আবিষ্কারের নেশায় পেয়ে বসে। এই রকমই একটা অ্যাডভেঞ্জার সময়ে হিক্যাপ এবং টুথলেস একটি গোপন গুহা আবিষ্কার করে যেখানে শত শত বন্য ড্রাগনদের তারা বন্দী অবস্থায় দেখতে পায়। এভাবেই গল্পটি এগিয়ে চলে। ডিন ডব্লিস লিখিত ও পরিচালিত ‘হাউ টু ট্রেইন ইউর ড্রাগন’ কাল আমেরিকার সঙ্গে বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাচ্ছে।


আপনার মন্তব্য