বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অণিমার নির্দেশনায় ‘চিত্রাঙ্গদা’

শোবিজ প্রতিবেদক

অণিমার নির্দেশনায় ‘চিত্রাঙ্গদা’

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে আজ থেকে দুদিনব্যাপী ‘তৃতীয় সংগীত উৎসব-২০১৯’ শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন মাঠে এই উৎসব প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সংগীত উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও সংগীত বিভাগের  চেয়ারম্যান অণিমা রায়। আজ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মীজানুর রহমান। উৎসবের প্রথমদিন সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে রবীন্দ্র নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এর নির্দেশনায় আছেন অণিমা রায়। নৃত্য পরিচালনায় আছেন ওয়ার্দা রিহাব। সংগীত বিভাগের ৪২ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন।  অণিমা রায় বলেন, ‘আমার জানামতে কোনো বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম চিত্রাঙ্গদা মঞ্চস্থ হতে যাচ্ছে। আমাদের বিভাগের শিক্ষার্থীদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্থান ঘুরে দেখিয়েছি। যাতে তাদের মধ্যে রবীন্দ্রনাথের প্রতি প্রেম, ভালোবাসা জাগ্রত হয়। তারা যেন নিজে উপলব্ধি করে নৃত্যনাট্যে অংশগ্রহণ করে। আশা করছি সবার ভালো লাগবে।

সর্বশেষ খবর