বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

৫০০ কোটি টাকা চাইল চলচ্চিত্র পরিবার

শোবিজ প্রতিবেদক

৫০০ কোটি টাকা চাইল চলচ্চিত্র পরিবার

করোনার কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে সিনেমা হল ও সিনেমা নির্মাণ। এমতাবস্থায় চলচ্চিত্র শিল্পকে রক্ষা করতে এবং এই শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে গতকাল সংবাদ সম্মেলন করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন। এতে লিখিত বক্তব্য পড়েন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি গুলজার। তিনি বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চলচ্চিত্র শিল্প। চলচ্চিত্র নির্মাণ এবং প্রদর্শন সংক্রান্ত সব কর্মকা- গত প্রায় ৫ মাস ধরে সম্পূর্ণভাবে বন্ধ। ফলে এই শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন। এ অবস্থা চলতে থাকলে চলচ্চিত্র শিল্পও ধ্বংস হয়ে যাবে। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন, চলচ্চিত্র পরিবারকে রক্ষা করতে। আমরা প্রধানমন্ত্রীর কাছে ৫০০ কোটি টাকার প্রণোদনাসহ ৪টি প্রস্তাব পেশ করছি।

সর্বশেষ খবর