ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। তার ভক্ত-অনুসারীর সংখ্যাও কম নয়। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সামান্থার ১৮ মিলিয়ন অনুসারী। প্রায়ই নিজের ছবি ও বিভিন্ন বিষয় ভক্তদের জন্য শেয়ার করেন এই অভিনেত্রী। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনও করেন। প্রতিটি স্পন্সরড পোস্টের জন্য তিনি কয়েক লাখ রুপি পান। এদিকে অনেক নামি-দামি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রচারের জন্য সামান্থাকে এই মোটা অঙ্কের পারিশ্রমিক দিতেও রাজি থাকেন।