ভারতের অন্যতম জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। তুমুল জনপ্রিয় এ শোটি কিছুদিনের জন্যই বন্ধ করা হচ্ছে বলে জানা যায়। আগামী জুনে এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন কপিল শর্মা। সেখানে তিনি বেশকটি লাইভ শোতে অংশ নেবেন। এ জন্য ‘দ্য কপিল শর্মা শো’র শুটিং করতে পারবেন না। এ ছাড়া নন্দিতা দাসের পরিচালনায় নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন কপিল।