ঈদের সিনেমা মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আনন্দ। রোজার ঈদের রেশ কাটিয়ে কোরবানির ঈদেও দর্শকরা তাই প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমা দেখার। ঈদে মাত্র দুটি সিনেমা মুক্তি চূড়ান্ত হলেও বেশকিছু রয়েছে মুক্তির আলোচনায়। ঈদের আসন্ন সিনেমা নিয়ে লিখেছেন - পান্থ আফজাল
প্রতি বছর দর্শক মুখিয়ে থাকেন ঈদের সিনেমার অপেক্ষায়। দীর্ঘদিন ধরে কভিড মহামারিতে ঢালিউডে স্থবিরতা ছিল। এরপর সেই স্থবিরতা কাটিয়ে উঠে নতুন কিছু সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে। আশানুরূপ ব্যবসাও করে। রোজার ঈদের পর কিছু দর্শক প্রতীক্ষিত সিনেমা মুক্তি পায়। তবে সিলেট-সুনামগঞ্জসহ দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ভালো গল্প ও নির্মাণের সিনেমা মুক্তি পেলেও তেমন করে ব্যবসা করতে পারেনি। তবু নির্মাতা-প্রযোজক ও সিনেমা-সংশ্লিষ্টরা বুকে আশা বেঁধে কোরবানির ঈদ সামনে রেখে আবারও সিনেমা মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। সেই পরিপ্রেক্ষিতে এই ঈদে মাত্র দুটি সিনেমা মুক্তি চূড়ান্ত হয়েছে। এ দুটি ছবি হচ্ছে বিগ বাজেটের ‘দিন দ্য ডে’ এবং ‘পরান’। বাকি কিছু সিনেমা রয়েছে-যেগুলো নির্মাতা-প্রযোজকরা নিজেরাই ঘোষণা দিয়েছেন প্রেক্ষাগৃহে মুক্তির।
ঈদের সিনেমা মানেই একটু বেশি উন্মাদনা। কোরবানির ঈদে বাড়তি উত্তেজনা ও উন্মাদনা ছড়াতে প্রেক্ষাগৃহে আসছে ১০০ কোটি বাজেটের অনন্ত জলিল-বর্ষা জুটির যৌথ প্রযোজনার সিনেমা ‘দিন দ্য ডে’। প্রথমবারের মতো বাংলাদেশে শতকোটি টাকা বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমাটি কোরবানির ঈদে দেশের প্রায় সব প্রেক্ষাগৃহে আসবে জানিয়ে নির্মাতা-প্রযোজক অনন্ত জলিল বলেন, এটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর আমরা মুক্তির প্রস্তুনি নিচ্ছি খুব জোরেসোরেই। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। আনকাট সনদও পেয়েছি। তাই বলা যায়, ভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে। কোরবানির ঈদেই এটি দেখতে পারবেন তারা। সব হলেই চলবে ‘দিন দ্য ডে’। ১৬০টি হল ইতোমধ্যে কনফার্ম করা হয়েছে। এই সিনেমা দিয়েই আরও কিছু হল খুলবে। তবে আধা কিলোমিটারের মধ্যে হল থাকলে সেগুলোর একাধিকে মুক্তি দিচ্ছি না। কমপক্ষে ১ কিলোমিটারে দূরত্বের হলে সিনেমাটি প্রদর্শনের জন্য প্ল্যান করেছি। আমি খুব খুশি যে, তরুণরা আমার সিনেমাটির প্রচারে স্বতঃস্ফূর্ত অংশ নিচ্ছে। তারা নিজেদের উদ্যোগে দিন দ্য ডে’র প্রচার করছে। আশা করছি, একটি ধামাকাদার সিনেমা সবাই হলে গিয়ে দেখতে পাবেন।’ এদিকে ঈদুল আজহায় ‘দিন দ্য ডে’র শুভ মুক্তি উপলক্ষে ইতোমধ্যে অনন্ত-বর্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেমাটি নিয়ে ক্যাম্পেইন করছেন, সিনেমা হল মালিক-বুকিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেছেন। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার ও পোস্টার লঞ্চিংও হয়েছে। বিশ্বের কয়েকটি দেশে এর শুটিং করা হয়েছে। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেসব রোমহর্ষক প্রেক্ষাপট। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় বানানো ‘দিন দ্য ডে’র বাংলাদেশের অংশ প্রযোজক অনন্ত জলিল। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছেন ইরানি প্রযোজক। ছবিতে অনন্ত ছাড়াও আছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। অনন্ত-বর্ষা ছাড়াও এতে আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সম্প্রতি অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দু ফিল্ম’-এ ‘দিন দ্য ডে’ সিনেমার ট্রেইলার প্রদর্শন করেছেন অনন্ত জলিল। এ ছাড়া অন্তর্জালেও সিনেমাটির ট্রেইলার ও গান প্রকাশ করা হয়েছে। এই ঈদে মুক্তির তালিকায় রয়েছে আরেকটি সিনেমা ‘পরান’। দীর্ঘদিন আগে নির্মাণ করে রাখা সিনেমাটি আসছে এই কোরবানির ঈদে। এর পরিচালক রায়হান রাফি বিষয়টি নিশ্চিত করেছেন। বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এই সিনেমার মূল কেন্দ্র বিদ্যা সিনহা মিম। কারণ তাকে ঘিরে ইয়াশ রোহান ও শরীফুল রাজের ভালোবাসার বহিঃপ্রকাশ ফুটে উঠেছে গল্পটিতে। গল্পটিতে মিমকে দেখা যাবে মেকআপ ছাড়া ন্যাচারাল একটা লুকে। ধারণা করা হচ্ছে এর আগে ঘটে যাওয়া বরগুনার রিফাত-মিন্নি কাহিনির আংশিক চিত্র থেকে নির্মিত করা হয়েছে সিনেমাটি। গেল এক দশক ধরে ঈদের সিনেমা মানেই ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের রাজত্ব। সর্বশেষ ঈদে দুই সিনেমা মুক্তি পেলেও আসন্ন পবিত্র ঈদুল আজহায় এই চিত্রনায়কের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না! ঈদে মুক্তির
আলোচনায় থাকা তপু খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’ ও ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’ সিনেমার মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। এ তথ্য নিশ্চিত করেছে সিনেমা দুটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার দুটি গানের দৃশ্যধারণসহ বেশ কিছু কাজ এখনো বাকি। সেটি শেষ করেই সিনেমাটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। যদিও ‘লিডার : আমিই বাংলাদেশ’ না হলেও ঈদে যে কোনো একটি সিনেমা মুক্তি দিতে চান শাকিব খান। সেই তালিকায় আছে তাঁর ‘অন্তরাত্মা’ সিনেমাটি। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে পরিচালক ওয়াজেদ আলী সুমনের ভাষ্য, ‘আমি কাজ শেষ করে প্রযোজকের কাছে জমা দিয়েছি, ‘সিনেমা কখন মুক্তি দেবে, সেটা তাদের ব্যাপার।’ প্রেমের গল্পের এই সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার উঠতি চিত্রনায়িকা দর্শনা বণিক। তবে শাকিবের আগের ‘গলুই’ সিনেমাটি আমেরিকায় মুক্তি পাচ্ছে। এদিকে ঈদের সিনেমা মুক্তির হিসাব-নিকাশ পাল্টে গেছে। মুক্তির মিছিলে আগেই সরে দাঁড়িয়েছে তারকাবহুল দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দরবন’। এরপর সৈকত নাসির ‘বর্ডার’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করলেও সেটি ঈদের পর সেপ্টেম্বরের শেষদিকে মুক্তি পাচ্ছে বলে নির্মাতা জানিয়েছেন। অন্যদিকে রোশান-পূজার ‘সাইকো’ ঈদে মুক্তি পাবে বলে নির্মাতা অনন্য মামুন ঘোষণা দিয়েছেন। তিনি শতভাগ নিশ্চিত করে জানান, ‘এই ঈদেই মুক্তি পাবে সিনেমাটি’।