সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

প্রশংসিত ইত্যাদির ঝালকাঠি পর্ব

শোবিজ প্রতিবেদক

প্রশংসিত ইত্যাদির ঝালকাঠি পর্ব

নব্বই দশকের টিভি গাইড খুললে দেখা যায় তখনো টিভির সব অনুষ্ঠানের সেরা ছিল ইত্যাদি আর এখনো সব জরিপে টিভির সেরা অনুষ্ঠান ইত্যাদি। দীর্ঘ ৩৫ বছর ধরে চলমান এ অনুষ্ঠানটি কেন এখনো দর্শক সেরা? কারণ একটিই, অনুষ্ঠানটির পেছনে আছে হানিফ সংকেতের একাগ্রতা, নিষ্ঠা, আন্তরিকতা আর তীক্ষè মেধা, দর্শকের প্রতি ও দেশের প্রতি দায়বদ্ধতা। প্রতিটি অনুষ্ঠানে হানিফ সংকেত আমাদের নিয়ে যাচ্ছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে। তুলে ধরছেন আমাদের ইতিহাস-ঐতিহ্য-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-প্রাকৃতিক সৌন্দর্য। সবচেয়ে বড় কথা প্রতিটি জেলার নির্ভুল তথ্যসমৃদ্ধ এসব বিষয়ের রয়েছে আর্কাইভ ভ্যালু। যা আমাদের আগামী প্রজন্মকে দেবে সঠিক তথ্য। শুধু ইতিহাস-ঐতিহ্য বা শিকড় সন্ধানই নয়, ইত্যাদিকে বলা হয় সংস্কৃতির সুস্থ ধারার অগ্রপথিকও। গত ৩০ সেপ্টেম্বর প্রচারিত হলো ইত্যাদির ঝালকাঠি পর্ব। ইত্যাদির প্রতিটি অনুষ্ঠানের মতো এবারের অনুষ্ঠানটিও হয়েছে ব্যাপক প্রশংসিত। ঝালকাঠির অনেক অজানা তথ্য জানতে পেরেছেন দর্শক। জেনেছেন ব্রিটিশ আমলে খনন করা ১৮ কিমি. দীর্ঘ সুয়েজ খাল-খ্যাত দেশের একমাত্র কৃত্রিম চ্যানেল গাবখান চ্যানেল সম্পর্কে, পরিচিত হয়েছেন জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদীর সঙ্গে। পাঁচ নদীর মোহনায় নির্মিত মঞ্চের আইডিয়াটিও ছিল অসাধারণ। পেছনে পাল তুলে নৌকা যাচ্ছে, আর হাজার হাজার দর্শকের মুহুর্মুহু করতালিতে মুখরিত হচ্ছে সুগন্ধা, বাসন্ডা, বিশখালী, ধানসিঁড়ি ও গাবখান নদীর জলতরঙ্গ। ঝালকাঠির ঐতিহ্যের সঙ্গে মিল রেখে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন মঞ্চ। পাঁচ নদীর মোহনীয় মোহনায় যেন সেদিন আনন্দের হাট বসেছিল। শুধু অনুষ্ঠান স্থলেই নয়, গাছে গাছে ছিল দর্শক। বিমুগ্ধ দর্শকরা একে একে দেখেছেন পাঁচ নদীর মোহনীয় দৃশ্য, শীতল পাটির ঐতিহ্য, শুনেছেন পাটিকরদের দুঃখ বেদনার কথা। হানিফ সংকেত অসহায় পাটিকরদের সহায়তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। শেরেবাংলার ভগ্নপ্রায় বাড়িটির করুণ চিত্র দর্শকদের হতাশ করেছে। আশা করছি এই অনুষ্ঠানের পর প্রত্নতত্ত্ব অধিদফতর বাড়িটি সংস্কার ও সু-সংরক্ষণের ব্যবস্থা করবেন। ভালো লেগেছে ভাসমান পেয়ারা বাজারের ভিন্নধর্মী পরিবেশনা। ইলিজারভ চিকিৎসা পদ্ধতির পরিবেশনাটি ছিল অত্যন্ত সময়োপযোগী। ইলিজারভ পদ্ধতির চিকিৎসার মাধ্যমে হাড়ের সমস্যাজনিত রোগীরা উপকৃত হবেন। বাবার স্মৃতি ধরে রাখতে গিয়ে নীলফামারীর একটি পরিবারের মুসাফিরখানা বা বিশ্রামালয় নির্মাণের পর্বটি ছিল হৃদয়ছোঁয়া। ঝালকাঠির পরিচিতিমূলক গানের সঙ্গে অর্ধ শতাধিক স্থানীয় নৃত্যশিল্পীর অংশগ্রহণে নৃত্যটি ছিল আসলেই চিত্ত দোলানো। রবি চৌধুরী ও শফি মন্ডলের গানের কথা-সুর-গায়কী গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। পেশাদার সুরকার না হলেও হানিফ সংকেতের সুরে দুটি গানই ছিল শ্রুতিমধুর। চিঠিপত্র বিভাগে নারায়ণ মিস্ত্রির গ্রন্থাগার একটি আলোকিত উদ্যোগ। নাটক, সিনেমা-ওয়েব সিরিজে গালি নিয়ে সমসাময়িক নাট্যাংশটি ছিল অসাধারণ। মুষ্টিমেয় কিছু নির্মাতা ইদানীং গল্পে নোংরামি, টয়লেট দৃশ্য, অশ্রাব্য গালি সংযোজন করে এক শ্রেণির বিকৃত রুচির দর্শকদের আকৃষ্ট করছে। মূলত এসব নির্মাতা, চ্যানেল ও কনটেন্ট ব্যবসায়ী ভিউ ব্যবসার প্রতিযোগিতায় নেমেছেন। সব শেষে ভ্যানচালক সৈয়দ আহমদ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন শুধু বিত্তবান হলেই হবে না তাকে চিত্তবানও হতে হবে। আর সেই চিত্ত আছে বলেই একজন ভ্যানচালক হয়েও নিজের অনেক কষ্টে অর্জিত অর্থ দিয়ে ২০ বছর আগে কেনা ১০০ শতক জমি দান করতে পেরেছেন একটি কলেজের জন্য। যার বর্তমান বাজার মূল্য অর্ধ কোটি টাকারও ওপরে। স্যালুট সৈয়দ আহমদকে। ধন্যবাদ হানিফ সংকেতকে।

 

সর্বশেষ খবর