গায়ক আকবর আর নেই। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকার পর গতকাল বিকাল ৩টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবরটি নিশ্চিত করেন তাঁর স্ত্রী কানিজ ফাতেমা। জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস, কিডনি ও লিভারের সমস্যা, রক্তের প্রদাহসহ নানা জটিলতা। জানুয়ারি থেকে শয্যাশায়ী হয়ে পড়েন আকবর। আকবরের দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তাঁর ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটেও ফেলা হয়। পা কাটার পর বেড়ে যায় তাঁর কিডনি ও লিভারের সমস্যা। এ জন্য তাঁকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। হানিফ সংকেতের উদ্যোগে এই জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি নতুন করে গেয়ে সবার কাছে তিনি গায়ক আকবর নামে পরিচিতি পান। এরপর আবার ইত্যাদিতে গাওয়া ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের কাছে তাঁকে পরিচিত করে তোলে। এর আগে তিনি যশোরে বিভিন্ন স্টেজ শোতে গাইতেন। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে। এদিকে আকবরের মৃত্যুতে হানিফ সংকেত গভীর শোক জানিয়ে বলেন, ‘জন্ম মানেই মৃত্যু অনিবার্য। আকবরের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। তবে তাঁর চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি। প্রধানমন্ত্রী তাঁকে আর্থিক অনুদান দেওয়া ছাড়াও বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি ছাড়াও অনেকে তাঁর চিকিৎসা সহযোগিতায় এগিয়ে এসেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁর মৃত্যুর খবরে আমি মর্মাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’