জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের কয়েকটি লাইন হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে পোস্ট করেছেন একটি ছবিও। সেখানে দেখা যায়, সৈকতে ডালপালাহীন এক গাছে হাত দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন সৃজিত। কিন্তু এমন বিচ্ছেদের গান হঠাৎ করে কেন পোস্ট করলেন সৃজিত? এ নিয়ে তাঁর ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। জল্পনাটি আরও প্রকট হয়, যখন প্রায় একই সময় অভিনেত্রী মিথিলা নিজের ছবিসহ আরেকটি পোস্ট দেন। যাতে মিথিলা লেখেন, ‘কীভাবে তুমি জান যে, সেই প্রেম সত্যি? কীভাবে জান সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পার?’ সৃজিত-মিথিলা দম্পতির পোস্টগুলো ঘিরে এখন জল্পনা তুঙ্গে। ভক্তরাও বসেছেন এর সমীকরণ মেলাতে।