মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর এক গোপন খবর জানিয়েছেন। তিনি নাকি কখনো মা হতে পারবেন না। তিনি জানান, তাঁকে এমন কিছু ওষুধ খেতে হয় যার জন্য তাঁর পক্ষে মা হওয়া কঠিন হয়ে পড়বে। এর কারণও ব্যাখ্যা করেছেন হলিউডের এই সুপারস্টার। সেলেনার ভক্তরা জানেন, মার্কিন সংগীতশিল্পী জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সেলেনার। কিন্তু বিবারের একাধিক নারীর প্রতি আকর্ষণ থাকায় ২০১৮ সালে সেলেনা প্রেমের সম্পর্কের ইতি টানেন। ব্রেকআপ করার পরপরই মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েন সেলেনা। পরিস্থিতি এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে, বিষণ্ণতার সেই দিনগুলোয় গায়েবি অনেক আওয়াজ সেলেনার কানে ভেসে আসত। তিনি তাঁর ‘সেলেনা গোমেজ : মাই মাইন্ড অ্যান্ড মি’ নামের ডকুমেন্টারি ভিডিওতে জানান, ওইসব দিনের কিছুই মনে নেই তাঁর।