জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন। এবার তাঁর পথ অনুসরণ করে প্রথমবার সিনেমায় পা রাখলেন যমজ মেয়ের একজন রোদেলা টাপুর। সিনেমার নাম ‘দেশান্তর’। আশুতোষ সুজনের নির্মাণে অনুদানের এই সিনেমাটি শুক্রবার মুক্তি পেয়েছে দেশের দুটি প্রেক্ষগৃহে। এদিকে প্রথম সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসায় ভাসছেন টাপুর। এ বিষয়ে আপ্লুত হয়ে মা অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘আমার কন্যা টাপুরের চরিত্র মনসা এই ছবির প্রাণ। আমার বাচ্চাটা প্রতি মুহূর্তে আমাদের অবাক করেছে। সিনেমায়ও দেখলাম তাই। তাই চিৎকার করে বলতে ইচ্ছা করছে মা তুমি কী জাদু দেখালে! শুধু টাপুর নয়, ছবির প্রতিটি চরিত্র ঝকঝকে, জীবন্ত!’