আগামী বছরের ফেব্রুয়ারিতে কলকাতার ইকোপার্কে লাইভ শো করবেন অরিজিৎ সিং। তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে আলোচনা। অরিজিৎ সিংয়ের এ লাইভ শোর টিকিটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ভারতীয় রুপি। এ দামেই বিক্রি হচ্ছে অরিজিৎ সিংয়ের শোর ‘ডায়মন্ড লাউঞ্জ’-এর টিকিট। জানা গেছে, নতুন বছরের ১৮ ফেব্রুয়ারি ইকোপার্কে হবে অরিজিৎ সিংয়ের লাইভ শো। সেখানে বসার জায়গার ভিত্তিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। স্টেজের সবচেয়ে কাছে রয়েছে ‘ডায়মন্ড লাউঞ্জ’। সেখানকারই টিকিটের দাম ৫০ হাজার রুপি। ভারতের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোর মাধ্যমে নিজের সফর শুরু করেছিলেন।