সরকারি অনুদানের সিনেমা প্রশান্ত অধিকারী পরিচালিত ‘হডসনের বন্দুক’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২ ডিসেম্বর। সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। আরও রয়েছেন লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠু, অর্ণব অন্তু, মাজিদ শিখালিভ (রাশিয়া), এস এম মহসিন (প্রয়াত), কাজী উজ্জলসহ আরও অনেকেই। সিনেমার চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত অধিকারী ও রিয়েল আকঞ্জি, চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান ও সাহিল রনি। নির্মাতা প্রশান্ত অধিকারী বলেন, ‘হডসনের বন্দুক’ আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। চেষ্টা করেছি মানসম্মত একটি সিনেমা নির্মাণের।