মার্ভেল সুপারহিরো ছবি ‘ব্ল্যাক প্যান্থার’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। দারুণ জনপ্রিয়তা পাওয়া এ ছবির সিক্যুয়াল দর্শকদের কাছে প্রত্যাশিতই ছিল। তবে মহামারি কভিড-১৯ এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করা চ্যাডউইক বোজম্যানের অকাল মৃত্যু সবাইকে থমকে দেয়। অনেকটা অনিশ্চয়তার মুখে পড়ে যায় ছবিটি। যদিও হাল ছাড়েননি নির্মাতা। যেখানে আটকে গিয়েছিল সেখান থেকেই শুরু করেন। সব শঙ্কা কাটিয়ে অবশেষে দর্শকদের সামনে আসে ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার’। শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পায় ছবিটি।