সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

তারকারা কে কোন দলের সমর্থক

তারকারা কে কোন দলের সমর্থক

এ দেশের ফুটবলপ্রেমীরা মূলত আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। কাউকে আবার জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, স্পেনের সাপোর্ট করতেও দেখা যায়। দেশের বেশির ভাগ মানুষের মতো শোবিজের তারকারাও দুই শিবিরেই বিভক্ত। এবার কাতারে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট। এ আয়োজন নিয়ে শোবিজ তারকাদেরও  উচ্ছ্বাস রয়েছে। তারকাদের প্রিয় দল নিয়ে লিখেছেন - আলাউদ্দীন মাজিদ ও পান্থ আফজাল

 

শাকিব খান

দেখা গেছে, ২০১৪ সালের বক্তব্যে ব্রাজিল, ২০১৮ সালের বক্তব্যে আর্জেন্টিনা। তাহলে ২০২২ সালে শাকিবের বক্তব্য কী? সেটিই এখন দেখার অপেক্ষায় তাঁর ভক্তরা।  

 

মৌসুমী

ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থন করে আসছি। আমি চাই এবারও ব্রাজিল বিশ্বকাপ বিজয়ী হোক।

 

জাহিদ হাসান

আর্জেন্টিনার খেলা আমার ভালো লাগে। তাই এ বিশ্বকাপেও আমি আর্জেন্টিনা দলের সমর্থন করছি।

 

আসিফ আকবর

আমার পছন্দের দল ব্রাজিল। ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, এটা প্রত্যাশা করি।

 

মোস্তফা সরয়ার ফারুকী

কেন ব্রাজিল সমর্থন করি- সেটা বলতে পারব না। একটা কারণ হতে পারে, এখন নেইমারের খেলা ভালো লাগে। ভিনিসিয়ায়ও দারুণ ফর্মে আছে।

 

জয়া আহসান

আমি বরাবরই ব্রাজিল সমর্থন করি।  আমি চাই প্রিয় দল ব্রাজিল এবার বিশ্বকে তাক লাগিয়ে বিশ্বকাপ বিজয়ী হোক।

 

আরেফিন শুভ

ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমার পছন্দের খেলোয়াড় মেসি। প্রিয় টিম আর্জেন্টিনার জন্য শুভকামনা।

 

অপু বিশ্বাস

ছোটবেলা থেকে ব্রাজিলকে সমর্থন করে আসছি। ব্রাজিল এবারও ভালো খেলবে, বিশ্বকাপ বিজয়ী হবে এটা আমি চাই।

 

চঞ্চল চৌধুরী

আর্জেন্টিনা আমার পছন্দের ফুটবল দল।  ২০১৮ সালের চেয়ে এই বিশ্বকাপের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। আশা করি, আর্জেন্টিনা চমকে দেবে বিশ্বকে।

 

বিদ্যা সিনহা মিম

আমার প্রিয় দল ব্রাজিল। আমি চাই এবার ব্রাজিল বিশ্বকাপ ঘরে তুলুক।

 

নিরব

আমি আর্জেন্টিনার সমর্থক। মেসি দুর্দান্ত খেলে। সবমিলিয়েই আমার কাছে আর্জেন্টিনার খেলা ভালো লাগে।

 

ফেরদৌস

বিশ্বকাপে আর্জেন্টিনা মানেই বিশেষ কিছু। এবারও তাই হবে। মেসি চমকে দেবে বিশ্বকে। আমি চাই এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে যাক।

 

জিয়াউল ফারুক অপূর্ব

ব্রাজিল আমার প্রিয় ফুটবল দল। এবার জিতবে তারাই।

 

নুসরাত ইমরোজ তিশা

আমি আর্জেন্টিনার পাঁড় ভক্ত। ম্যারাডোনার কথা শুনেই দলটির প্রতি ভালো লাগা জন্মায়। এখনকার দলে মেসি আমার প্রিয় খেলোয়াড়। 

 

আঁখি আলমগীর

আমি ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের খেলা দেখতে উন্মুখ হয়ে আছি। আশা করছি, এবারও জিতব।

 

ইমন

আমি আর্জেন্টিনার সমর্থক। আশা করব, মেসির হাতে এবারের সোনালি ট্রফিটা উঠবেই।

 

সাইমন সাদিক

ব্রাজিল আমার ফেভারিট। ইনশা আল্লাহ, প্রিয় দলটি ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হবে।

 

মোনালিসা

আমি ব্রাজিলের সমর্থক। এবারও জিতবই।

 

মাহিয়া মাহি

আমি সব সময়ই ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনার সাপোর্টার।

 

ওমর সানী

আমার পছন্দের দল ব্রাজিল। এবারের বিশ্বকাপে ব্রাজিল ভালো করবে- এটাই চাই।

 

জায়েদ খান

আমি আর্জেন্টিনার সাপোর্টার। মিস করি না। ছোটবেলা থেকেই ম্যারাডোনার ভক্ত। তবে এখন মেসির খেলা ভালো লাগে।

 

বাপ্পী চৌধুরী

আমি আশা রাখি ব্রাজিল এবারের বিশ্বকাপ জয় করবে।

 

সিয়াম আহমেদ

২০০৭ সাল থেকে আমার প্রিয় দল স্পেন। ডেভিড ভিয়ার কারণেই ইউরোপের এই দলটির সমর্থন করা।

 

সাবিলা নূর

জার্মানির সাপোর্ট করি।

 

ইমরান

আমি আর্জেন্টিনার ভক্ত। আমার দৃঢ় বিশ্বাস বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।

 

পড়শী

আমি ব্রাজিলের ভক্ত। নেইমার খুবই প্রিয়। ফুটবল নিয়ে তার ক্যারিশমার কোনো তুলনাই হয় না।

 

সজল

দীর্ঘ অপেক্ষার পর এলো ২০২২। এবার আর্জেন্টিনা  শিরোপা উঁচিয়ে ধরবে।

 

পূজা চেরি

আমার প্রিয় দল একটাই, আর্জেন্টিনা। প্রিয় খেলোয়াড় মেসি। ফুটবলের রাজপুত্র এবার ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা খরা ঘুচানোর মিশন নিয়ে মাঠে নামবেন। খালি হাতে  ফিরতে হবে না মেসিকে।

সর্বশেষ খবর