সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

গান্ধী মেডেলের জন্য মনোনীত ‘নকশিকাঁথার জমিন’

শোবিজ প্রতিবেদক

গান্ধী মেডেলের জন্য মনোনীত ‘নকশিকাঁথার জমিন’

গতকাল থেকে ভারতের গোয়ায় বসেছে এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৩তম আসর। এই আয়োজনটি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সুখবর হলো ফেস্টিভ্যালে আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছে আকরাম খানের সিনেমা ‘নকশিকাঁথার জমিন’। জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি। প্রযোজনা করেছে টিএম ফিল্মস। সিনেমায় একাত্তরের যুদ্ধদিনের কথা তুলে ধরা হয়েছে। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান অভিনয় করেছেন। এ ছাড়া আরও গুরুত্বপূর্ণ দুই চরিত্রে দেখা যাবে তারকা দম্পতি জুটি বৃন্দাবন দাস-শাহানাজ খুশির যমজ পুত্র দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতিকে। ২৫ নভেম্বর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বলে জানিয়েছেন নির্মাতা। এদিকে ‘সিনেমা অব ওয়ার্ল্ড’ বিভাগে দেশের ‘পাপ-পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘সাঁতাও’ দেখানো হবে।

 

সর্বশেষ খবর