সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শিশুতোষ ‘আম-কাঁঠালের ছুটি’

শোবিজ প্রতিবেদক

আগামী ২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৭তম আসরে অংশ নিচ্ছে তাদের শিশুতোষ ছবি ‘আম-কাঁঠালের ছুটি’। শরীফ উদ্দিন সবুজের ছোট গল্প অবলম্বনে গাজীপুরের হারবাইদ সংলগ্ন প্রায় পঁচিশ-ত্রিশ কিলোমিটার এলাকায় ছড়িয়ে থাকা লোকেশনে ধারণ করা হয়েছে এই ছবিটি। যা শেষ করতে সংশ্লিষ্টদের সময় লেগেছে প্রায় ৭ বছর! নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জামান। তিনি বলেন, ‘জগজা উৎসবের এশিয়ান পারস্পেক্টিভ বিভাগ থেকে অফিশিয়াল সিলেকশন পেয়েছে তার ‘আম-কাঁঠালের ছুটি’। এশিয়া মহাদেশের প্রতিষ্ঠিত এবং উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে এই আয়োজনে।’ এটিতে উল্লেখযোগ্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা, কামরুজ্জামান কামরুল, আবদুল হামিদ প্রমুখ। আগামী ২৭ নভেম্বর ইন্দোনেশিয়ান সময় সন্ধ্যা ৭টায় ‘আম-কাঁঠালের ছুটি’র ইন্দোনেশিয়ান প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৯ নভেম্বর সন্ধ্যা ৮টায় থাকবে সিনেমাটির আরও একটি প্রদর্শনী।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর