মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আলী যাকের স্মৃতিতে...

শোবিজ প্রতিবেদক

আলী যাকের স্মৃতিতে...

মঙ্গলদীপ ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর বনানীতে শুরু হয়েছে ‘অঙ্কুর’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনী। এশিয়াটিক সেন্টারের ‘বাতিঘর-স্মৃতিতে স্মরণে আলী যাকের’-এ এটি অনুষ্ঠিত হচ্ছে। দেশে প্রতি বছর প্রায় ৩ লাখ শিশু রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হয়। যার মধ্যে মাত্র ২০ শতাংশ শিশু সুস্থতা অর্জন করতে পারে। আক্রান্ত শিশুদের প্রতি সবার সহমর্মিতা বৃদ্ধিতে এবং পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা তৈরিতে ‘অঙ্কুর’ শীর্ষক প্রদর্শনীটির আয়োজন। প্রদর্শনীতে আলোকচিত্রী ফারহানা সেতুর ধারণ করা অসামান্য আলোকচিত্রের প্রদর্শন হচ্ছে। এশিয়াটিক থ্রিসিক্সটি গ্রুপের চেয়ারম্যান এবং মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘মঙ্গলদীপ ফাউন্ডেশন তৈরির মূল উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক ও মানবহিতৈষী বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকা। আলী যাকের দেশ এবং দেশের মানুষকে খুব ভালোবাসতেন। তারই ধারাবাহিকতায় আমরা কিছু কাজ করার চেষ্টা করছি।’ মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ইরেশ যাকের বলেন, ‘বাতিঘরে উন্মুক্ত গ্যালারি বানানোর পেছনে আমাদের যে আকাক্সক্ষা ছিল তা হলো বাংলাদেশ কিংবা ঢাকা শহরে নতুন এবং সম্ভাবনাময় শিল্পী তথা আলোকচিত্রী বা ভাস্করদের স্বল্প বা বিনা খরচে সবার সামনে কাজ তুলে ধরার সুযোগ।’ এই প্রদর্শনীটি চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর