মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
আপ্তাব মিয়া

লোকসংগীত নিয়ে

শোবিজ প্রতিবেদক

লোকসংগীত নিয়ে

সুনামগঞ্জ বাংলার লোকসংস্কৃতির চর্চা ধারণ, লালন এবং পরিবেশনের বৃহৎ ভান্ডার। এখনো গ্রামবাংলার খেটে খাওয়া মানুষের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম লোকসংস্কৃতি। বাংলাদেশের মতো এত সমৃদ্ধ-বৈচিত্র্যময় লোকসংস্কৃতি বিশ্বে আর কোনো দেশে নেই। বহু গুণী গীতিকবির জন্মস্থান এখানে। লোকসংগীত শিল্পী আপ্তাব মিয়া তেমনই একজন গুণী মানুষ। যিনি প্রত্যন্ত সুনামগঞ্জে থেকেও দেশজুড়ে এমনকি দেশের বাইরেও নিজেকে লোকসংগীতের শিল্পী, ধারক ও বাহক হিসেবে উপস্থাপন করেছেন। আপ্তাব মিয়া শিশুকাল থেকেই পিতা আবদুর রহমানের হাত ধরে সংগীত জীবন শুরু করেন। বর্তমানে পুরো পরিবারই জড়িয়ে আছে সাংস্কৃতিক জগতে। স্ত্রী রুনা লায়লা বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত শিল্পী। তাঁদের তিন সন্তানও কমবেশি গান করছেন। আপ্তাব মিয়া বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণির লোকসংগীত শিল্পী।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর