‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করেছিলেন বাংলাদেশি তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী। সে সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময় করেছিলেন চঞ্চল। সেলফি তুলেছিলেন শাহরুখের সঙ্গে। এক মুহূর্তের সেই পরিচয় শুধু ওই মঞ্চে সীমাবদ্ধ থাকেনি। যার প্রমাণ মিলল বুধবার অমিতাভ বচ্চনের সোশ্যাল হ্যান্ডেলে। এক পোস্টে চঞ্চলের নতুন সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন বলিউডের এই মেগাস্টার। সিনেমার নাম ‘পদাতিক’। নির্মাণ করছেন কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। ছবিটি নির্মিত হচ্ছে কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনী অবলম্বনে। যেখানে মৃণাল সেন রূপে পর্দায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ছবিটির পোস্টার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। সঙ্গে চঞ্চল ও সৃজিতের নাম উল্লেখ করে জানিয়েছেন শুভকামনা। চঞ্চলের সিনেমা নিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট দেখে উচ্ছ্বসিত, আপ্লুত বাংলাদেশের নেটিজেনরা। বিগ বিকে ভালোবাসা জানানোর পাশাপাশি তাঁরা গর্বিত অনুভব করছেন চঞ্চলের মতো শিল্পীর জন্য। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চঞ্চল চৌধুরী কাছ থেকে। কারণ, চঞ্চল ব্যস্ত রয়েছেন তাঁর সদ্য প্রয়াত বাবার প্রস্থান আনুষ্ঠানিকতা নিয়ে। উল্লেখ্য, ৩০ ডিসেম্বর মৃণাল সেনের প্রয়াণ দিবসে সিনেমাটির পূর্ণাঙ্গ ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, এর মুখ্য ভূমিকায় থাকছেন চঞ্চল। এমন গুরুত্বপূর্ণ চরিত্রে নিজ দেশের কাউকে নয়, বরং বাংলাদেশের চঞ্চলকে বেছে নেওয়ার কারণ জানিয়ে সৃজিত বলেছেন, ‘দুজনের মধ্যে অনেক মিল আছে। সেটা কাকতালীয়।’ এ সিনেমায় চঞ্চলের সঙ্গে দেখা যাবে কলকাতার মনামী ঘোষকে। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।
শিরোনাম
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন