‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করেছিলেন বাংলাদেশি তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী। সে সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময় করেছিলেন চঞ্চল। সেলফি তুলেছিলেন শাহরুখের সঙ্গে। এক মুহূর্তের সেই পরিচয় শুধু ওই মঞ্চে সীমাবদ্ধ থাকেনি। যার প্রমাণ মিলল বুধবার অমিতাভ বচ্চনের সোশ্যাল হ্যান্ডেলে। এক পোস্টে চঞ্চলের নতুন সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন বলিউডের এই মেগাস্টার। সিনেমার নাম ‘পদাতিক’। নির্মাণ করছেন কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। ছবিটি নির্মিত হচ্ছে কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনী অবলম্বনে। যেখানে মৃণাল সেন রূপে পর্দায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ছবিটির পোস্টার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। সঙ্গে চঞ্চল ও সৃজিতের নাম উল্লেখ করে জানিয়েছেন শুভকামনা। চঞ্চলের সিনেমা নিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট দেখে উচ্ছ্বসিত, আপ্লুত বাংলাদেশের নেটিজেনরা। বিগ বিকে ভালোবাসা জানানোর পাশাপাশি তাঁরা গর্বিত অনুভব করছেন চঞ্চলের মতো শিল্পীর জন্য। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চঞ্চল চৌধুরী কাছ থেকে। কারণ, চঞ্চল ব্যস্ত রয়েছেন তাঁর সদ্য প্রয়াত বাবার প্রস্থান আনুষ্ঠানিকতা নিয়ে। উল্লেখ্য, ৩০ ডিসেম্বর মৃণাল সেনের প্রয়াণ দিবসে সিনেমাটির পূর্ণাঙ্গ ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, এর মুখ্য ভূমিকায় থাকছেন চঞ্চল। এমন গুরুত্বপূর্ণ চরিত্রে নিজ দেশের কাউকে নয়, বরং বাংলাদেশের চঞ্চলকে বেছে নেওয়ার কারণ জানিয়ে সৃজিত বলেছেন, ‘দুজনের মধ্যে অনেক মিল আছে। সেটা কাকতালীয়।’ এ সিনেমায় চঞ্চলের সঙ্গে দেখা যাবে কলকাতার মনামী ঘোষকে। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা