বাংলা সিনেমার কাজের ব্যস্ততার মধ্যেই আবারও হিন্দি চলচ্চিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। নব্বইয়ের দশকের অতি পরিচিত মুখ দীপক তিজোরির সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন এই অভিনেত্রী। এর আগে অন্তত ৩৩টি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন ঋতুপর্ণা। বক্স অফিসে হয়তো সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে ঋতুপর্ণা অভিনীত সিনেমা বিশ্লেষক ও দর্শকদের প্রশংসা পায়। এবার প্রথমবারের জন্য দীপক তিজোরির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ঋতুপর্ণা। মঙ্গলবার সিনেমার বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানান এই খবর। লেখেন, দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন দীপক তিজোরি। ‘ইতর’ সিনেমায় দীপককে নয়া অবতারে দেখা যাবে। এই প্রেমকাহিনিটির পরিচালনা করবেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক বীণা বক্সি। তরণ আদর্শ আরও জানান, অভিনয়ের পাশাপাশি একটি অ্যাডভেঞ্চার-থ্রিলার সিনেমা পরিচালনাও করছেন দীপক। রাজু চাধা ও দীপক তিজোরি প্রযোজিত ‘টিপসি’ সিনেমাটিতে রয়েছেন পাঁচ অভিনেত্রী। এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতুপর্ণা অভিনীত ‘মায়াকুমারী’। এখনো বেশ কিছু সিনেমা হলে রমরমিয়ে চলছে সিনেমাটি। তারই মধ্যে জানা গেল, আবারও বলিউডে পাড়ি দিচ্ছেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী।