বয়সটাকে যেন আটকে রেখেছেন অভিনেত্রী জয়া আহসান! চল্লিশের ঘরে বয়স এলেও নিজেকে আটকে রেখেছেন সেই পঁচিশের ঘরে! সৌন্দর্য ও অভিনয়ে আবিষ্ট করে রাখছেন অনুরাগীদের। শনিবার হুট করেই জয়া দিলেন নতুন খবর। জানালেন, ‘বিজয়া’, ‘বিসর্জন’ সিনেমাগুলোর পর এবার ‘অর্ধাঙ্গিনী’ নিয়ে আসছেন তিনি। নির্মাতা সেই কৌশিক গঙ্গোপাধ্যায়, যিনি ‘বিজয়া’ ও ‘বিসর্জন’ বানিয়েছেন।
সিনেমাটিতে জয়া অভিনয় করছেন- এ খবর পুরনো। ২০১৯ সালের খবর এটি। সে বছরই শুরু হয় ছবিটির শুটিং। মাঝখানে বেশ ক’বছর ছবিটি সম্পর্কে কিছুই জানা যায়নি। শনিবার ছবির পোস্টার শেয়ার করে জয়া জানালেন, আগামী ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ক্যাপশনে জয়া লিখেছেন, ‘সত্যি কি অর্ধেক হয়’? সিনেমাটিতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরিষ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। অম্বরিষকে ছবিতে একদম নতুনভাবে দেখা যাবে বলে জানা গেছে।